অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শ্রীলঙ্কার সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির পথে সরকার

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:৪৪ এএম, ১৬ জুন ২০২১ বুধবার   আপডেট: ১২:৪৬ পিএম, ১৬ জুন ২০২১ বুধবার

দুই দেশের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) জন্য বৈঠকে বসার পরিকল্পনা করছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। 

ইতোমধ্যে দুই দেশ সার্কের অগ্রাধিকার বাণিজ্য (এসএপিটিএ), দক্ষিণ এশিয়ার মুক্ত বাণিজ্য অঞ্চল (এসএসএফটিএ), গ্লোবাল সিস্টেম অব ট্রেড প্রেফারেন্স (জিএসটিপি) এশিয়া প্যাসিফিক ট্রেড এরেঞ্জমেন্ট (এপিটিএ) এর সদস্য৷ 

তা সত্ত্বেও বাংলাদেশ-শ্রীলঙ্কার অভ্যন্তরীণ বাণিজ্য অনেক নিচু স্তরে আছে। এ অবস্থা পরিবর্তনেই নিজেদের মধ্যে পিটিএ চাইছে দুই দেশের সরকার। 

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদাযাপনকালে শ্রীলঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দ্রা রাজাপাকশের সফরকালে অর্থনৈতিক সম্পর্ক বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নিয়ে প্রাথমিক সম্মতি আসে। 

আরও পড়ুন: স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ: চ্যালেঞ্জ মোকাবেলায় চলছে প্রস্তুতি

প্রাথমিক পর্যায়ে কিছু পণ্য দিয়ে এই চুক্তি শুরু করে পরে তা বৃদ্ধির ব্যবস্থা থাকবে এই চুক্তিতে। 

উল্লেখ্য, ২০২৬ সালে আনুষ্ঠানিকভাবে উন্নয়শীল দেশে পরিণত হবে বাংলাদেশ। তাই ব্যবসায় স্বল্পোন্নত দেশগুলোর পাওয়া সুবিধা আর ভোগ করা হবে না। 

সমস্যা সমাধানে ইতোমধ্যে ভুটানের সঙ্গে পিটিএ চুক্তি সাক্ষরিত হয়েছে যা দেশের ইতিহাসে প্রথম। এদিকে শ্রীলঙ্কা ছাড়াও এশিয়ার আরও ১২ দেশের সঙ্গে চুক্তির বিষয়ে আলোচনা চলছে।