অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জনসন অ্যান্ড জনসনের এক ডোজের টিকা অনুমোদন দেশে

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৬:৩৬ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৬:৫৯ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার

বাংলাদেশে এই টিকার স্থানীয় এজেন্ট হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ

বাংলাদেশে এই টিকার স্থানীয় এজেন্ট হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ

দেশে জনসন অ্যান্ড জনসনের এক ডোজের করোনা প্রতিরোধী টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এটিই দেশে অনুমোদন পাওয়া এক ডোজের প্রথম কোনো ভ্যাকসিন।

বেলজিয়ামের প্রতিষ্ঠান জ্যানসেন এটি তৈরি করেছে। মঙ্গলবার (১৫ জুন) ওষুধ প্রশাসন অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই টিকার সংরক্ষণ তাপমাত্রা ২-৮ ডিগ্রি সেলসিয়াস। এটি নির্ধারিত বয়সের ব্যক্তিদের দেওয়া হয়। ভ্যাকসিনটি ১৮ বছর ও তদূর্ধ্ব বয়সী ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য।

বাংলাদেশে এই টিকার স্থানীয় এজেন্ট হিসেবে থাকছে স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসি অ্যান্ড এএইচ।

গত ১২ মার্চ এই ভ্যাকসিনটি জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এছাড়া যুক্তরাষ্ট্র অনুমোদন দেয় গত ২৭ ফেব্রুয়ারি।

এর আগে, দেশে পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে। সেগুলো হল- ফাইজার-বায়োএনটেকের টিকা, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি, চীনের সিনোফার্মের তৈরি বিবিআইবিপি-সিওআরভি, এবং চীনের সিনোভ্যাক লাইফ সায়েন্সেস কোম্পানির তৈরি ‘করোনা ভ্যাক’।