অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সোমালিয়ার সেনা ক্যাম্পে আত্মঘাতি বোমা হামলা, নিহত ১৫

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৫ জুন ২০২১ মঙ্গলবার  

সোমালিয়ার মোগাদিসুতে একটি সামরিক প্রশিক্ষণ শিবিরে  আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। মঙ্গলবারের (১৫ জুন) এই ঘটনার কথা নিশ্চিত করেছেন সেনা কর্মকর্তা। 

সেনা কর্মকর্তা মোহাম্মদ আদন বলেন,  আমি নিজে ঘটনাস্থলে গিয়ে দেখেছিল ১৫ সেনাই ছিল নতুন জয়েন করা। এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি মন্তব্য করেন। 

আদন বলেন, আত্মঘাতি হামলাকারী নতুন নিয়োগপ্রাপ্তদের মাঝে ছদ্মবেশে অবস্থান নিয়েছিল। েএখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার করেনি। 

আন্তির্জাতিক সম্প্রদায় কর্তৃক সমর্থিত সরকারকে হঠাতে মোগাদিসুর সেনাবাহিনীতে হামলা খুব সাধারণ ঘটনা। আল-কায়েদা সমর্থিত আল শাবাব গোষ্ঠী এমন হত্যাকাণ্ড ঘটিয়ে থাকে। 
এছাড়া হোটেল এবং সুরক্ষা চৌকিগুলিতেও সাধারণত আক্রমণ করা হয়।

২০১৯ সালের ডিসেম্বরে শহরের কেন্দ্রস্থলে একটি চৌকিতে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ৮১ জন নিহত হয়েছিল। আর সর্বশেষ ২০২০ সালের আগস্টে একটি হোটেলে হামলায় ১১ জন নিহত হয়।