অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমি হাল ছাড়বো না, কার্ডিয়াক এরেস্টের পর বিবৃতিতে এরিকসন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৪ জুন ২০২১ সোমবার  

ইউরোর উদ্বোধনী ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে কার্ডিয়াক এরেস্টের পর নিজের প্রথম বিবৃতিতে মেডিকেল স্টাফ ও ডেনিশ সতীর্থদের ধন্যবাদ জানিয়েছেন ক্রিস্টিয়ান এরিকসন। 

ম্যাচের ৪৩ মিনিটে হঠাৎ মাটিতে পড়ে যান এরিকসন। হাসপাতালে নেয়ার আগে তাকে মাঠেই সিপিআর দেয়া হয়।

এরিকসন পড়ে যাওয়ার পর তাকে সুস্থ করার পজিশনে আনায় এবং জিহবা ভিতরে না যাওয়ার ব্যবস্থা করায় প্রশংসিত হয়েছেন ডেনমার্কের অধিনায়ক সাইমন কেজার। 

নিজের ম্যানেজারের মাধ্যমে ইতালির লা গ্যাজেট্টাকে দেয়া বিবৃতিতে এরিকসন বলেন, ধন্যবাদ৷ আমি হাল ছেড়ে দেব না৷ এখন ভালো অনুভব করছি। তবে বুঝতে চাই আসলে কী হয়েছে। 

এদিকে ডেনমার্ক দলের চিকিৎসক মর্টেন পয়েসন বলেন, চিকিৎসকরা তার কাছে যাওয়ার আগে এরিকসন একরকম মৃতই ছিলেন। 

তিনি বলেন, এরিকসন মৃত্যুর কত কাছে ছিলেন? তা আমি জানিনা৷ শুধু বলতে পারি তাকে আমরা বাঁচাতে পেরেছি।