অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আমদানি পরবর্তী ব্যবসা সুবিধায় বাংলাদেশ ব্যাংকের নতুন নীতি

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১১:১৭ এএম, ১৪ জুন ২০২১ সোমবার  

আমদানি পরবর্তী ব্যবসায় সুবিধা (পিআইএফ) সম্পর্কিত এক নতুন নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। রবিবার (১৩ জুন) প্রকাশিত নীতিমালা দেশের ব্যাংকিং খাতে প্রথম। 

পিআইএফ এর আওতায় এখন ব্যাংক থেকে এমন ঋণ নিতে পারবেন আমদানিকারকরা যা তার নির্দিষ্ট সময় ব্যবসার পর ফিরিয়ে দিতে পারবেন। 

নতুন নীতিমালায় আমদানিকারকরা তাদের আমদানিকৃত পণ্য বাজারে বিক্রি করার পর ঋণ পরিশোধ করতে পারবেন। ব্যাংকের গাইডলাইন অনুযায়ী ভোক্ত পণ্যের ক্ষেত্রে সে অর্থ পরিশোধের সময়সীমা হবে তিন মাস। আর শিল্প কাঁচামালের জন্য ছয় মাসের মধ্যে ঋণের অর্থ পরিশোধ করতে হবে। 

ভোক্তা পণ্যাদির জন্য এই মেয়াদ আরও এক মাস এবং শিল্প কাঁচামালের জন্য দুই মাসের অতিরিক্ত মেয়াদ বাড়ানোর অনুমতি দিতে পারবে ব্যাংক। 

তবে মেয়াদ বাড়ানোর জন্য ব্যাংকগুলিকে তাদের নিজ নিজ পরিচালনা পর্ষদ থেকে অনুমোদন নিতে হবে।