অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশকে ৫.৫ মিলিয়ন ডলার সহায়তা দেবে নিউজিল্যান্ড

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:২৪ এএম, ১৪ জুন ২০২১ সোমবার  

মানবিক প্রয়োজন বিবেচনায় বাংলাদেশ ও মিয়ানমারে ৮.২৫ মিলিয়ন ডলার আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছে নিউজিল্যান্ড। সোমবার (১৪ জুন) এই ঘোষণা দেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নানাইয়া মাহুতা। 

নিউজিল্যান্ডের স্কুপ সংবাদমাধ্যমে বলা হয়, নিজের বিবৃতিতে মাহুতা জানান, রাখাইনের সহিংসতা থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অবস্থান নিয়েছে ১৩ লাখ রোহিঙ্গা। চার বছর ধরে তারা কক্সবাজারে অবস্থান করছে। তাদের মানবিক সহায়তা প্রয়োজন। 

“মানবতার পাশে দাঁড়াতেই নিউজিল্যান্ড সরকার জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে ৫.৫ মিলিয়ন ডলার (প্রায় ৪৭ কোটি টাকা) সহায়তা দেবে। সে অ্থ রোহিঙ্গা শিবিরের পাশাপাশি বাংলাদেশের নারী ও মেয়েদের জীবনমান উন্নয়নেও ব্যয় করা হবে।”

নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আমরা মিয়ানমারের মানুষের জন্যও ২.৭৫ মিলিয়ন ডলার সহায়তা দেব। ফেব্রুয়ারির ১ তারিখ থেকে অভ্যুত্থানের পর প্রায় ৩ লাখ ৩৬ হাজার মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে। আমরা তাদের বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আমাদের এই  অর্থ কোনভাবেই দেশটির সেনাবাহিনীর উপকারে আসবে না। 

২০১৭ সালে মিয়ানমারে রোহিঙ্গা হত্যাযজ্ঞের পর বাংলাদেশের ১৮ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছিল নিউজিল্যান্ড।