অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেইমার জাদুতে জয় দিয়ে কোপা শুরু ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৪ জুন ২০২১ সোমবার   আপডেট: ০৯:৪৫ এএম, ১৪ জুন ২০২১ সোমবার

ব্রাজিলের নেতৃত্বের আর্মব্যান্ড থাকার কথা ছিল নেইমারের কাছে। কিন্তু কোপার প্রথম ম্যাচে ব্রাজিল কোচ তিতে সেটা তুলে দেন ক্যাসেমিরোর হাতে। তবে মাঠের খেলায় নেতা ছিলেন নেইমারই। তার অসাধারণ ফুটবল জাদুতেই কোপা আমেরিকার উদ্বোধনী ম্যাচে পাত্তাই পায়নি মূল দলের ৮ জন করোনা করোনাক্রান্ত থাকা ভেনেজুয়েলা।

ভেনেজুয়েলার বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ব্রাজিল। নেইমার নিজে পেনাল্টি থেকে করেছেন এক গোল, বাকি দুই গোলের যোগানদাতাও ছিলেন  এই পিএসজি তারকা। 

গারিঞ্চা স্টেডিয়ামে শুরু হওয়া এই ম্যাচের প্রথমার্ধ শেষ হয় স্বাগতিক ব্রাজিলের একচ্ছত্র প্রাধান্য দিয়ে। ১-০ গোলে এগিয়ে ছিল স্বাগতিকরা।ম্যাচের ২৩তম মিনিটে গোল করে স্বাগতিকদের এগিয়ে দেন মার্কুইনহোস। নেইমারের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বল জটলার মধ্যে পেয়েই বাম পায়ের দারুণ এক প্লেসিং শটে ভেনেজুয়েলার জালে বল জড়ান তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লুকাস পাকুয়েতার বদলে মাঠে নামেন এভারটন রিবেইরো। ৪৮ মিনিটে নেইমারের পাস থেকে হেড দিয়ে গোল করার চেষ্টা করেছিলেন রিচার্লিসন। কিন্তু, বলটা পোস্টের খানিকটা ওপর দিয়ে বেরিয়ে যায়। ৫২ মিনিটে নেইমারের কাছে গোল করার সুবর্ণ সুযোগ আসে। গ্যাব্রিয়েল জেসুস ক্রস করে দারুণ বলটাকে বাড়িয়েছিলেন। স্লাইড করে এগিয়ে গেলেও তিনি বলে পা ঠেকাতে পারেননি।

৬১ মিনিটে ব্রাজিলের কাছে আবারো সুযোগ আসে। বক্সের মধ্যে দানিলোকে ফাউল করেন ইয়োহান কুমানা। পেনাল্টি থেকে সহজেই গোল আদায় করে নেন নেইমার। এটা নেইমারের ৬৫তম আন্তর্জাতিক গোল।

৮৯ মিনিটে তৃতীয় গোল করে ব্রাজিল। এবারও গোলের নায়ক নেইমার। তার বাড়িয়ে দেয়া পাসকেই ভেনেজুয়েলার জালে জড়িয়ে দেন গ্যাব্রিয়েল জেসুস। ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-০ গোলের। এই ব্যবধানে জয় তুলে নিয়েই মাঠ ছাড়লো কোপার অন্যতম ফেবারিটরা।