অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নেতানিয়াহুর বিদায়, নাফতালি বেনেট নতুন প্রধানমন্ত্রী

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ এএম, ১৪ জুন ২০২১ সোমবার   আপডেট: ০১:১৯ এএম, ১৪ জুন ২০২১ সোমবার

নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট, বিপরীতে পড়ে ৬০টি

নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট, বিপরীতে পড়ে ৬০টি

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর টানা এক যুগের শাসনের অবসান ঘটেছে। রবিবার (১৩ জুন) দেশটির পার্লামেন্টে নতুন সরকার গঠনের জন্য আস্থা ভোটে বিরোধী দলগুলোর জোট সংখ্যাগরিষ্ঠতা পায়। এর মধ্য দিয়ে ক্ষমতা ধরে রাখার সব আশা শেষ হয় সবচেয়ে বেশি সময় ধরে দেশটি শাসন করা নেতানিয়াহুর।

ইতিমধ্যে জোট সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নাফতালি বেনেট। তিনি ২০২৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ১২০ আসন রয়েছে। এর মধ্যে নেতানিয়াহুর পক্ষে পড়ে ৫৯ ভোট। আর নতুন জোট সরকার গড়ার পক্ষে ভোট পড়ে ৬০টি ভোট।

ইসরায়েলের ডানপন্থি, বামপন্থি, মধ্যপন্থি ও আরবভিত্তিক ধর্মীয় দল নিয়ে গঠিত জোট সংসদে আস্থা ভোট অর্জনে সক্ষম হওয়ায় এ জোট দেশটির নতুন সরকার হিসেবে শপথ নেবে। দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হলেন কট্টর ডানপন্থি ইয়ামিনা পার্টির নেতা নাফতালি বেনেট।

৪৯ বছর বয়সী বেনেত রাজনীতির পুরো সময়েই ডানপন্থী ভোটারদের দলে ভেড়ানোর চেষ্টা করেছেন। এখন ইয়েমিনা পার্টির নেতৃত্ব দিচ্ছেন তিনি। এই দলই অধিকৃত পশ্চিম তীরের একাংশকে ইসরায়েলের অংশ হিসেবে ঘোষণা করার দাবি জানিয়ে আসছে।

ইসরায়েলের নেতা হিসেবে পরিচিত মুখ হয়ে ওঠা বেনিয়ামিন নেতানিয়াহু পাঁচ দফায় দেশটির প্রধানমন্ত্রিত্ব করেছেন। ডানপন্থী দল লিকুদ পার্টির নেতা নেতানিয়াহু প্রথম ক্ষমতায় আসেন ১৯৯৬ সালে। এরপর ২০০৯ থেকে টানা ২০২১ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী তিনি।