অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবার পর্তুগাল শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ১৩ জুন ২০২১ রোববার  

ক্রীড়াঙ্গন থেকে আসছে একের পর এক দুঃসংবাদ। ক্রিস্টিয়ান এরিকসনের পর খবর আসে কোপা আমেরিকার ভেনেজুয়েলা দলের ৮ ফুটবলার করোনা পজিটিভ। এবার ইউরো পর্তুগাল দলেও আসলো এমন খবর। 

আগামী পরশু হাঙ্গেরির বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে অন্যতম ফেবারিট পর্তুগাল। কেননা এই ম্যাচ জিতলে ফ্রান্স, জার্মানির মতো প্রতিপক্ষের গ্রুপে থেকেও এগিয়ে যাবে রোনালদোরা। কিন্তু তার আগে শুনতে হলো দলের তারকা ডিফেন্ডার জাও ক্যান্সেলো করোনাক্রান্ত। 

রবিবার (১৩ জুন) পর্তুগাল ফুটবল ফেডারেশন থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, সুস্থ নন ম্যানচেস্টার সিটির ফুলব্যাক ক্যান্সেলো। তাকে করোনা প্রটোকল মেনে আইসোলেশনে রাখা হয়েছে। 

ক্যান্সেলোর পরিবর্তে ইতোমধ্যে একজন বিকল্প তৈরি রেখেছে পর্তুগাল। সম্প্রতি অনূর্ধ্ব -২১ চ্যাম্পিয়নশিপ খেলা দিয়েগো দালোতকে দলে ডাকা হয়েছে। 

শনিবার (১২ জুন) পর্তুগালের সব ফুটবলার ও স্টাফের পিসিআর পদ্ধতিতে নমুনা পরীক্ষা করা হয়। তারমধ্যে কেবল জাও ক্যান্সেলোর করোনা পজিটিভ আসে।