অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রোহিঙ্গা প্রত্যাবাসনে সৌদি আরবকে পাশে চায় বাংলাদেশ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৩৯ পিএম, ১৩ জুন ২০২১ রোববার   আপডেট: ০৩:৪৫ পিএম, ১৩ জুন ২০২১ রোববার

রোহিঙ্গা মুসলমানদেরকে মিয়ানমারে টেকসই প্রত্যাবাসনের জন্য সৌদি আরবের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। শনিবার (১২ জুন) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণলায়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। 

এদিনে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলার সময় এই আবেদন করেন।

বাংলাদেশে বর্তমানে প্রায় ২২ লাখ রোহিঙ্গা শরণার্থী অবস্থান করছে। যাদের বেশিরভাগই ২০১৭ সালে আগস্টে রাখাইনে একটি নির্মম সামরিক ক্র্যাকডাউন থেকে পালিয়ে এসেছিল।

পররাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে বিবৃতিতে বলা হয়েছে, "রাষ্ট্রহীন রোহিঙ্গাদের স্বদেশে নিরাপদে ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয়। রোহিঙ্গাদের মিয়ানমারে স্থায়ীভাবে প্রত্যাবাসন শুরু করতে সবার সহায়তা প্রয়োজন। 

ফোনালাপে উভয় মন্ত্রী দ্বিপাক্ষিক স্বার্থের বিষয়েও আলোচনা করেন। সৌদি আরবে বাংলাদেশী অভিবাসীদের জন্য কোয়ারেন্টাইন ব্যবস্থা সহজ করতে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী। 

এসময় পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদকে তার সুবিধামত সময়ে ঢাকা সফরের আহ্বান জানান।