অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিবের শাস্তি কমাতে মোহামেডানের আবেদন

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:০১ পিএম, ১৩ জুন ২০২১ রোববার   আপডেট: ০৩:৩০ পিএম, ১৩ জুন ২০২১ রোববার

মাঠে শৃঙ্খলা ভঙ্গের কারণে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও ৫ লাখ টাকা জরিমানা করা হয় মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। এদিকে রবিবার (১৩ জুন) দুপুরে জানা গেছে তার সাজা মওকুফ বা কমাতে আবেদন করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। 

বিষয়টি নিশ্চিত করে মোহামেডানের ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, সাকিবের শাস্তি কমানোর বিষয়টি নিয়ে আমরা সিসিডিএমের কাছে আপিল করেছি। গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা সিসিডিএমকে মেইল করেছি। যেহেতু সিদ্ধান্তটি পেতে দেরি হয়েছে। এরপর আমাদের ক্লাব কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে আপিলের। এটি আর্কাইভ করে পাঠাতে একটু দেরি হয়ে গেছে। কালকে রাতেই মেইল করেছি। আজকে সরাসরি চিঠি গেছে।’

তিনি আরও বলেন, বর্তমান অবস্থায় শাস্তি না দিয়ে, সাকিবকে ভবিষ্যতে তিন ম্যাচ খেলা থেকে বিরত থাকার শাস্তি দেয়া যায় কি না, সেই আবেদনও করেছি।’

বর্তমানের শাস্তি ভবিষ্যতে দেয়া বিষয়টা আবার কেমন? জানতে চাইলে মাসুদুজ্জামান বলেন, ‘ধরেন, আগামী বছর বা অন্য কোনো সময় এ শাস্তি কার্যকর করা যায় কি না সে আবেদনও করা হয়েছে। আমরা বাকি ম্যাচগুলোতে সাকিবকে দলে চাই। এজন্যই মূলত আবেদন করা।’

শুক্রবার (১১ জুন) আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে দুই দফা স্ট্যাম্প ভাঙেন মোহামেডানের সাকিব।

মিরপুরের শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনী বনাম মোহামেডানের ম্যাচের ষষ্ঠ ওভার করতে এসে শেষ বলে আবাহনীর ব্যাটসম্যান মুশফিকুর রহিমের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন জানান সাকিব। কিন্তু আম্পায়ার ‘নট আউট’ বলার সঙ্গে সঙ্গে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব।

পরের ওভারেই বৃষ্টি নামলে আম্পায়ার খেলা বন্ধ করলে সাকিব আবারও স্ট্যাম্প উপড়ে ফেলেন। এরপর আম্পায়ারের সঙ্গে তর্ক করতে দেখা যায় তাকে। 

এখানেই শেষ নয়। ড্রেসিংরুমে ফেরার পথে গ্যালারির দিকে তাকিয়ে অশোভন ভঙ্গিও করতে দেখা যায় সাকিবকে। এমন সময় আবাহনীর কোচ খালেদ মাহমুদও ড্রেসিংরুম ছেড়ে বেরিয়ে এগিয়ে যেতে থাকেন সাকিবের দিকে। তেড়ে যেতে দেখা যায় সাকিবকেও। 

পরে পরিস্থিতি সামাল দিতে দুজনকে সরিয়ে নেন দুই দলের ক্রিকেটাররা। পরে আবাহনীর ড্রেসিংরুম গিয়ে মাহমুদের কাছে ক্ষমা চান সাকিব।

মাঠের অসদাচরণের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও ক্ষমা চেয়েছেন সাকিব। লিখেছেন- 'প্রিয় ভক্ত ও অনুসারীরা, নিজের মেজাজ হারানোর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সেই সঙ্গে ম্যাচের আবহ নষ্ট করার জন্য ক্ষমা চাচ্ছি। বিশেষ করে যারা বাড়িতে বসে খেলা দেখছেন। আমার মতো একজন অভিজ্ঞ ক্রিকেটারের কাছে এমন আচরণ কোনোভাবেই কাম্য নয়। কিন্তু মাঝে মাঝে দুর্ভাগ্যবশত এ রকম হয়ে যায়। এই মানবিক ভুলের কারণে আমি দল, ম্যানেজমেন্ট ও টুর্নামেন্টের কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আশা করছি ভবিষ্যতে আর এমনটা হবে না। ধন্যবাদ, সবার জন্য ভালোবাসা।'