অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

এবারও হজ করতে পারবেন না বাংলাদেশিরা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৫:৪০ পিএম, ১২ জুন ২০২১ শনিবার   আপডেট: ০৬:০৫ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

যে ৬০ হাজার মুসল্লি হজের অনুমতি পাবেন, তাদের অবশ্যই করোনাভাইরাস মুক্ত হতে হবে

যে ৬০ হাজার মুসল্লি হজের অনুমতি পাবেন, তাদের অবশ্যই করোনাভাইরাস মুক্ত হতে হবে

করোনাভাইরাসের মহামারির কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবের বাইরে কাউকে হজ করার অনুমতি দিচ্ছে না দেশটি। সৌদির স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় শনিবার (১২ জুন) জানিয়েছে, এবার মাত্র ৬০ হাজার মুসল্লিকে হজের অনুমতি দেয়া হবে। তাদের সবাই হবেন সৌদি আরবেরই বাসিন্দা। অর্থাৎ সৌদি আরব বাদে বাংলাদেশসহ পৃথিবীর কোনও দেশের নাগরিকেরাই হজ করতে পারছেন না। 

সৌদি আরব থেকে এই বার্তা পেয়েছে ধর্ম মন্ত্রণালয়ও। শনিবার বিকেল পৌনে পাঁচটার দিকে ধর্ম মন্ত্রণালয় থেকে বলা হয়, সৌদি সরকার জানিয়েছে, কোভিড-১৯ করোনা মহামারি পরিস্থিতি বিবেচনায় এ বছরও সৌদি আরবের বাইরের কোনো দেশ হতে হজযাত্রীগণ হজের সুযোগ পাবেন না। সৌদি আরবের নাগরিক এবং সৌদি আরবে অবস্থানকারী অন্যান্য দেশের মুসলিমদের নিয়ে সীমিত আকারে হজ পালিত হবে।

সৌদির স্বাস্থ্য ও হজ মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, যে ৬০ হাজার মুসল্লি হজের অনুমতি পাবেন, তাদের অবশ্যই করোনাভাইরাস মুক্ত হতে হবে। পাশাপাশি বয়স হতে হবে ১৮-৬৫। ভ্যাকসিনও নেয়া থাকতে হবে।

সৌদি সরকার বলছে, হজে আসা মানুষদের নিরাপত্তার কথা ভেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি সময়ে হজ শুরু হবে।

মহামারি শুরুর আগে সৌদি আরবের পবিত্র নগরী মক্কা ও মদিনায় সপ্তাহব্যাপী হজ পালনের জন্য ২৫ লাখের বেশি মানুষ সমবেত হতেন।