অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নির্বাচনের গুরুত্ব আলাদা, করোনার চেয়েও বেশি: সিইসি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বরিশাল

প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১২ জুন ২০২১ শনিবার   আপডেট: ০৪:০৬ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা [ফাইল ছবি]

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা [ফাইল ছবি]

নির্বাচনের কারণে করোনা সংক্রমণ বাড়ে এমন কথা মানতে নারাজ প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, নির্বাচনের গুরুত্ব আলাদা, করোনার চেয়েও বেশি”।

শনিবার (১২ জুন) সকালে আসন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিশালে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে এমন মন্তব্য করেন কে এম নূরুল হুদা। 

বরিশাল সর্কিট হাউজে আইন-শৃঙ্খলা সংক্রান্ত এই বৈঠকে বিভাগীয় ও স্থানীয় প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা অংশ নেন।

এসময় আগামী ২১ জুন হতে যাওয়া ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন নিয়ে মাঠ কর্মকর্তাদের কথা শোনেন সিইসি। মাঠ কর্মকর্তাদের অনেকের মুখেই ছিলো নির্বাচন নিয়ে নানা শঙ্কার কথা। তারা জানান, অভ্যন্তরীণ দলাদলিতে নির্বাচনে বিশৃঙ্খলা হতে পারে। প্রতিটি ইউনিয়নে একজন করে ম্যাজিষ্টেট দেবার দাবী তুলেছেন মাঠ কর্মকর্তারা।

এসময় নির্বাচনে আইন-শৃঙ্খলা ঠিক রাখতে কঠোর নির্দেশনার কথা জানান সিইসি। দল মত না দেখে আচরণবিধি ভঙ্গকারীদের আইনের আওতায় আনার হুশিয়ারী দিয়েছেন তিনি।

অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার দায়িত্ব নিয়ে নিজের মত পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, জাতীয় পরিচয়পত্র ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই থাকা উচিত। কেননা ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ তারাই করেছেন।