অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভবিষ্যৎ মহামারি ঠেকাতে জি৭ এর পরিকল্পনা

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১২:২৩ পিএম, ১২ জুন ২০২১ শনিবার   আপডেট: ১২:২৮ পিএম, ১২ জুন ২০২১ শনিবার

কোভিড-১৯ মহামারি দ্বারা সৃষ্ট ভয়বাহ পরিস্থিতি যাতে কখনই পুনরাবৃত্তি না হয় তা নিশ্চিত করার বিষয়ে সমস্ত সক্ষমতা ব্যবহারে প্রতিশ্রুতি দিয়েছেন জি৭ জোটভুক্ত নেতারা। 

কর্নওয়ালে চলমান জি৭ সামিটের দ্বিতীয় দিনে তারা এই ব্যবস্থা অর্জনের একটি ঘোষণাপত্রও প্রকাশ করবেন। 

আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্লোমিটারের তথ্যমতে, বিশ্বব্যাপী এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন মোট ১৭ কোটি ৬০ লাখ ৩১ হাজার ৮৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩৮ লাখ ২৮৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ কোটি ৯৫ লাখ ৯৯ হাজার ৯৯৪ জন।

এমন পরিস্থিতে এড়াতেই কিছু পদক্ষেপ ঘোষণা করবে জি৭। সেগুলো হলো-

* ভবিষ্যতে কোন মহামারি শুরুর ১০০ দিনের মধ্যে চিকিৎসা, ডায়াগনস্টিক ও ভ্যাকসিন ব্যবস্থা করা। 
* বৈশ্বিক নজরদারি জোরদার এবং জিনোমিক সিকোয়েন্সি ক্ষমতা নজরদারি। 
* বিশ্ব স্বাস্থ্য সংস্থা সংস্কার ও শক্তীশালীকরণে সহায়তা করা। 

শুক্রবার (১১ জুন) বৈশ্বিক বৈষম্য নিরসনের আবেদনের মাধ্যমে শীর্ষ সম্মেলনটির উদ্বোধন করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

কার্বিস উপসাগরের এক উপকূলের রিসোর্টে চলমান তিনদিনের সম্মেলনের সভাপতির দায়িত্বে থাকা বরিস জনসন বলেন, আমাদের সবাইকে ২০০৮ সালের অর্থনৈতিক সংকটের বিষয়টি মাথায় রেখে বৈশ্বিক বৈষম্য নিরসণ করতে হবে। 

তিনি আরও বলেন, "গত এক বছরে বিশ্ব বেশ কয়েকটি কার্যকর করোনভাইরাস ভ্যাকসিন তৈরি করেছে এবং এখন সেগুলো প্রয়োজনীয় মানুষের মাঝে প্রয়োগ করা হচ্ছে। 

"তবে করোনাভাইরাসকে সত্যিই পরাভূত করতে এবং পুনরুদ্ধার করার পাশাপাশি আমাদের এ জাতীয় মহামাররি আবার কখনও যাতে না হয় সে বিষয়ে কাজ করতে হবে। গত ১৮ মাস থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা ঠিক করতে হবে। ”