অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিবের বিরুদ্ধে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ দেখছেন শিশির

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৫৯ এএম, ১২ জুন ২০২১ শনিবার  

কখনও অসাধারণ পারফরম্যান্স দিয়ে আবার কখনও বিতর্ক টেনে এনে সংবাদপত্র পাড়া সরগরম রাখেন সাকিব আল হাসান। কিছুদিন আগেই বিসিবির কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে খবরে আসার পর এবার আসলেন অনেকটা নেতিবাচকভাবেই। তবে আগের মতো এবারও পাশে পাচ্ছেন স্ত্রীকে। 

ঢাকা প্রিমিয়াল ক্রিকেট লিগে তখন আবাহনী-মোহামেডান ম্যাচ চলছে। ১৪৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১১ রানেই তিন উইকেট হারায় আবাহনী। পঞ্চম ওভারে বোলিংয়ে এসে মুশফিকের কাছে একটি চার ও ছক্কা খান সাকিব। কিন্তু শেষ বলেই এলবিডব্লিউর জোরালো আবেদন করেন মোহামেডান অধিনায়ক। কিন্তু আম্পায়ার সাড়া না দেয়ায় পা দিয়ে স্ট্যাম্প ভাঙেন তিনি। 

পরের ঘটনা আরও গুরুতর, ষষ্ঠ ওভারের শেষ বল বাকি। ব্যাটসম্যান বোলার সবাই তখন প্রস্তুত। এরমধ্যে হঠাৎই বৃষ্টি বিবেচনার গ্রাউন্ডসম্যানদের ডাকেন আম্পায়ার। এসময় আবারও দৌড়ে গিয়ে স্ট্যাম্প তুলে আম্পায়ারের সামনে আছাড় মারেন সাকিব। 

পরে আবাহনীর সমর্থকদের সামনে দেখিয়েছেন অশোভন ভঙ্গি এবং সমস্যা হতে দেখা যায় আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সাথে। পরে অবশ্য সবার সাথে হাসিমুখে কথা বলেছেন সাকিব। আম্পায়রদের সাথেও মাঠে আলাপ সেরেছেন। নিজে ফেসবুকে ক্ষমা চেয়েছেন। 

তবে এর কোন কিছুই স্বাভাবিকভাবে দেখছেন না সাকিবপত্নী শিশির। অন্যান্য ঘটনাতেও স্বামীর পাশে দাঁড়ানোর মতো এবারও দিলেন একই রকম স্ট্যাটাস। যেখানে সাকিবের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলেও লেখেন তিনি। 

অপরাজেয় বাংলার পাঠকদের জন্য শিশিরের স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

গণমাধ্যমের মতো আমিও পুরো বিষয়টা খুব উপভোগ করছি। অবশেষে টিভিতে কিছু খবর পাওয়া গেলো। যারা আজকের (শুক্রবার) ঘটনার পরিষ্কার চিত্র বুঝতে পেরেছে, তাদের সমর্থন দিতে দেখা সত্যিই দারুণ। অন্তত কেউ একজনের তো সব প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়ানোর সাহসটা রয়েছে।

যাই হোক, এখানে মূল বিষয়টা চাপা পড়ে যাচ্ছে কারণ গণমাধ্যমে তার (সাকিব) দেখানো রাগের বিষয়টিই শুধু সামনে আসছে। পুরো ঘটনায় মূল বিষয়টা হলো আম্পায়ারদের নেয়া ক্রমাগত ভুল সিদ্ধান্তগুলো। কিন্তু শিরোনামগুলো সত্যিই হতাশাজনক।

আমার কাছে মনে হয়, এটা তার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। যা কি না দীর্ঘসময় ধরে চলে আসছে, যাতে যেকোনো পরিস্থিতিতে তাকে খলনায়ক বানানো যায়। আপনি যদি ক্রিকেটপ্রেমী হয়ে থাকেন, তাহলে নিজের কর্মকান্ডের ব্যাপারে সতর্ক থাকুন।