অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের প্রজনন স্বাস্থ্য উন্নয়নে সাড়ে ৭ লাখ ডলার দেবে সুইডেন

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:২২ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার  

করোনাকালে বাংলাদেশের প্রজনন স্বাস্থ্য সেবা উন্নয়নে ৭.২৬ ডলার (৬ কোটি টাকার বেশি) অর্থ বরাদ্দ বিষয়ে জাতিসংঘ জনসংখ্যা এজেন্সির (ইউএনএফপিএ) সঙ্গে চুক্তি করেছে সুইডেন। 

সুইডেনের হয়ে চুক্তি সাক্ষর করেন ঢাকায় নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূত আলেক্সান্দ্রা বার্গ বন লিন্ডে ও ইউএনএফপিএ এর হয়ে সই করেন সংস্থার বাংলাদেশ প্রতিনিধি ড. আসা তোরকেলেশন। 

নতুন চুক্তির মাধ্যমে ২০১৭-২০২২ সালের মধ্যে ইউএনএফপিএকে মোট ১৫.৫ মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে সুইডেন। 

নিজের বিবৃতিতে সুইডিশ রাষ্ট্রদূত লিন্ডে বলেন, করোনাকালে আমাদেরকে অবশ্যই নিরাপদ গর্ভধারণ, শিশু জন্মদান এবং বিশেষ করে মাতৃমৃত্যুর হার নিয়ে কাজ করতে হবে। ইউএনএফপিএ এর সঙ্গে নতুন চুক্তি করতে পেরে আমরা গর্বিত৷ 

অন্যদিকে সুইডেন সরকারের কাছে কৃতজ্ঞতা জানিয়ে আসা তোরকেলেসন বলেন, প্রত্যেক গর্ভধারণ যাতে পরিকল্পিত হয় এবং  সব শিশু যাতে নিরাপদে জন্ম নেয়া তা নিশ্চিতে কাজ করবো।