অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার   আপডেট: ১২:২৫ পিএম, ১১ জুন ২০২১ শুক্রবার

শুক্রবারও (১১ জুন) সারাদেশে বৃষ্টি হতে পারে

শুক্রবারও (১১ জুন) সারাদেশে বৃষ্টি হতে পারে

আষাঢ় আসতে বাকি দুইদিন। কিন্তু তারও বেশ আগে থেকেই দেশের আবহাওয়ায় এবার বর্ষার প্রভাব। রাজধানীতো বটেই সারাদেশেই ভারি, হালকা ও ঝড়ো বৃষ্টি হচ্ছেই। বজ্রপাতে মৃত্যুরও বিরাম সেই। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবারও (১১ জুন) সারাদেশে বৃষ্টি হতে পারে। 

আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, ঢাকা , খুলনা, বরিশাল , চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, রাজশাহী , রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় আজ শুক্রবার সন্ধ্যা পর্যন্ত অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ময়মনসিংহ, বরিশাল , চট্টগ্রাম, ঢাকা ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং তা আরও অগ্রসর হওয়ার জন্য আবহাওয়া পরিস্থিতি অনুকূলে রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে।

গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টাঙ্গাইলে ২৪ ডিগ্রি সেলসিয়াস। 

আগামী পাঁচ দিন আবহাওয়ায় সামান্য বদল আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।