অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনার ভুয়া রিপোর্ট: রাজধানীর চার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

স্পটলাইট ডেস্ক

প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ০৪:২৯ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

রাজধানীর চারটি হাসপাতাল ও রোগ পরীক্ষাগারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

রাজধানীর চারটি হাসপাতাল ও রোগ পরীক্ষাগারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর

করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ভুয়া সনদ দেয়ার প্রমাণ পেয়ে রাজধানীর চারটি হাসপাতাল ও রোগ পরীক্ষাগারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১০ জুন) স্বাস্থ্য অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিষ্ঠানগুলো হলো-
পল্টনের আল জামী, বাংলামোটরের স্টিমজ হেলথ কেয়ার, বিজয় সরণির সিএসবিএফ এবং মিরপুরের মেডিনোভার শাখা। 

এসব প্রতিষ্ঠান এখন থেকে কোনো পরীক্ষা করাতে পারবে না। অধিদপ্তরের হাসপাতাল শাখার নতুন পরিচালক ফরিদ হোসেন মিয়া বলেন, দীর্ঘদিন ধরে আমাদের কাছে এসব হাসপাতাল থেকে করোনার ভূয়া সনদসহ নানা ধরনের অভিযোগ প্রতিনিয়ত আসছিল। সেই অভিযোগের প্রক্ষিত্রে গতকাল হাসপাতালগুলো বন্ধ করে দিতে চিঠি দিয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালকের পক্ষ  থেকে এসব প্রতিষ্ঠানকে পাঠানো চিঠিতে বলা হয়, ‘সাম্প্রতিককালে আপনার প্রতিষ্ঠান থেকে বিদেশগামী যাত্রীদের ভুয়া কোভিড-১৯ রিপোর্ট প্রদানসহ (যেমন- পজিটিভ রোগীকে নেগেটিভ সনদ প্রদান, নমুনা সংগ্রহ ব্যতিত নেগেটিভ সনদ প্রদান, প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, নমুনা সংগ্রহ বুথের নামে দালাল নিয়োগ ইত্যাদি) বেশকিছু অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। যা ডিএইচআইএস-২ ডাটাবেজ যাচাইয়ে ও প্রাথমিক তদন্তে/অনুসন্ধানে প্রমাণিত হয়।’

চিঠিতে আরও বলা হয়, ‘এ ধরনের কর্মকাণ্ড অনাকাঙ্ক্ষিত, জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ এবং দেশের ভাবমূর্তি ভয়ঙ্করভাবে ক্ষুন্ন করছে। এ অবস্থায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে ও প্রতিষ্ঠানের আওতাধীন অন্যান্য বুথগুলো থেকে নমুনা সংগ্রহসহ বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর পরীক্ষা কার্যক্রম সাময়িক বন্ধ রাখার জন্য মহাপরিচালকের  অনুমোদনক্রমে নির্দেশ প্রদান করা হলো।’