অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে তরুণীকে নির্যাতন: দুইজনের দোষ স্বীকার, একজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৪:২২ পিএম, ৯ জুন ২০২১ বুধবার  

ভারতে নির্যাতনের শিকার তরুণীকে পাচারে জড়িত থাকার অভিযোগের মামলায় দুইজন দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। অপর আরেকজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (৯ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালত এ আদেশ দেন।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা খিলগাঁও থানার ইন্সপেক্টর মহিউদ্দিন ফারুক আসামিদের আদালতে হাজির করেন। মেহেদি হাসান বাবু ও মহিউদ্দিন আদালতে স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করা হয় এবং রিমান্ড শেষে আব্দুল কাদেরকে কারাগারে আটক রাখার আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। 

এর আগে গত ৩ জুন এই তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত ১ জুন ভারতে পাচার হওয়ার পর ৭৭ দিনের নির্যাতন ও বন্দীদশা থেকে সম্প্রতি পালিয়ে দেশে ফিরে রাজধানীর হাতিরঝিল থানায়  মামলা দায়ের করেছিলেন ওই তরুণী। মামলায় মোট ১২ জনকে আসামি করা হয়েছে।