অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নাইজেরিয়ার টুইটার বন্ধের প্রশংসায় ট্রাম্প

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০৪:০৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার  

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির টুইট ডিলেট করায় দেশটিতে টুইটার নিষিদ্ধের সিদ্ধান্তে প্রশংসা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

নিজের বিবৃতিতে ট্রাম্প জানান, প্রেসিডেন্টকে নিষিদ্ধের ঘোষণায় টুইটার বন্ধ করায় নাইজেরিয়াকে অভিনন্দন। কে ভালো বা কে মন্দ সেটা বাছাই করার তারা (সামাজিক মাধ্যম) কে? যেখানে নিজেরাই খারাপ?

বিবৃতিতে নিজস্ব মতামত প্রচার করতে না দেয়ায় সামাজিক যোগযোগ মাধ্যগুলো নিষিদ্ধ করতে অন্যান্য দেশগুলোর প্রতিও আহ্বান জানান ট্রাম্প। 

ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে থাকতে আমি নিজে ফেসবুক বন্ধ করতে চেয়েছিলাম কিন্তু মার্ক জুকারবার্গ আমায় বারবার কল করে ডিনারে আসতো আর বলতো আমি কত মহান। 

উল্লেখ্য, জানুয়ারিতে  ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দাতা হিসেবে ট্রাম্পকে আজীবন নিষিদ্ধ করে টুই্টার। অন্যদিকে একই ঘটনায় দুই বছরের জন্য ট্রাম্পকে নিষিদ্ধে করেছে ফেসবুক ও ইন্সটাগ্রাম।