অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আগামী অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৫.১ দেখছে বিশ্বব্যাংক

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ০১:০৯ পিএম, ৯ জুন ২০২১ বুধবার   আপডেট: ০১:১৫ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

২০২১-২০২২ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি ৫.১ শতাংশ হবে বলে ভবিষ্যদ্বাণী করেছে বিশ্বব্যাংক। 

মঙ্গলবার (৮ জুন) রাতে জুনের বৈশ্বিক অর্থনৈতিক উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে বিশ্বব্যংক। সেখানে এই তথ্য তুলে ধরা হয়। প্রতিবেদনে বলা হয়, বর্তমান অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৩.৬ শতাংশ। 

তবে বাংলাদেশ সরকারের দাবি চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৬.১ শতাংশ। আর আগামী অর্থবছরের লক্ষ্যমাত্র নির্ধারণ হয়েছে ৭.২ শতাংশ। 

গত অর্থবছরে প্রাথমিকভাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ হয় ৮.২ শতাংশ। কিন্তু পরবর্তীতে তা ৬.১ এ কমিয়ে আনা হয়।