অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বৃহস্পতিবার বলয়গ্রাস সূর্যগ্রহণ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ০৬:১৬ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার   আপডেট: ০৭:০৬ পিএম, ৯ জুন ২০২১ বুধবার

আগামী বৃহস্পতিবার (১০ জুন) বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। গ্রহণটি ঐদিন বাংলাদেশ সময় দুটুর ২ টা ১২ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭ টা ১১ মিনিটে শেষ হবে। এর মধ্যে সূর্যের কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে বিকেল ৩টা ৫৫ মিনিটে যা ৫ টা ২৮ মিনিটে শেষ হবে। বাংলাদেশে গ্রহণটি দেখা যাবে না। তবে সূর্য ঢাকা পড়ার সর্বোচ্চ পর্যায়টি পার করবে বিকেল ৪টা ৪১ মিনিটে। 

সূর্যগ্রহণ প্রথম দেখা যাবে উত্তর আটলান্টিকে যুক্তরাষ্ট্রের পোর্টো রিকোর উত্তর-পূর্বাঞ্চল থেকে। আর কেন্দ্রীয় গ্রহণের অংশটি দেখা যাবে কানাডার হাডসন বে'র দক্ষিণ-পশ্চিমাংশ থেকে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে গ্রিনল্যান্ডের হ্যানস দ্বীপের দক্ষিণ-পূর্বাঞ্চল থেকে। কেন্দ্রীয় গ্রহণের শেষাবস্থা দেখা যাবে রাশিয়ার বেরিং সাগের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে। গ্রহণের শেষাংশ দৃষ্টিগোচর হবে চীনের হামি ইঝু শহর থেকে।