অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি খেলতে চান না মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:২২ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:২৪ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পূর্নাঙ্গ সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলতে চান না মুশফিকুর রহিম। তবে টি-টোয়েন্ট না খেললেও টেস্ট ও ওয়ানডে সিরিজ পুরোটাই খেলবেন এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটসম্যান। 

বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, মুশফিক আমাকে ফোন করে জিম্বাবুয়ের বিপক্ষে টি-েটোয়েন্টি খেলতে চান না বলে জানিয়েছে। নিজেকে বিশ্রাম দিতে চাইছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। 

নান্নু জানান, আমরা এখন তার অনুরোধের বিষয়টি  ক্রিকেট অপারেশন্স ডিপার্টমেন্টের কাছে জানাবো এবং সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। 

আগামী জুলাই মাসে আট বছর পর জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। যেখানে একটি টেস্টের পাশাপাশি তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ৭ জুলাই প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হওয়ার হবে। তার আগে ২৯ জুন দেশ ছাড়বেন টাইগাররা।