অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাপুলের এমপি পদ বাতিল নিয়ে রিট খারিজ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:৫১ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার   আপডেট: ০১:৩৫ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার

আদেশে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত

আদেশে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন আদালত

মানব ও অর্থপাচারের অভিযোগে কুয়েতের আদালতে দণ্ডিত লক্ষ্মীপুর-২ আসনের কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৮ জুন) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

লক্ষ্মীপুর-২ আসনে কাজী শহিদ ইসলাম পাপুলের এমপি পদ বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে তার স্ত্রী হাইকোর্টে রিট করেন। ওই রিটের শুনানি নিয়ে মঙ্গলবার আদেশের জন্য দিন ঠিক করে দেন আদালত। আদেশে আদালত রিটটি সরাসরি খারিজ করে দেন।

গত ২২ ফেব্রুয়ারি মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের একটি আদালতের রায়ের পর পাপুলের সংসদ সদস্যপদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

লক্ষ্মীপুর-২ আসন শূন্য ঘোষণা করে ২১ জুন ভোটগ্রহণের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন।

গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের একটি আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।