অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কোপা আমেরিকা বয়কট করছেনা ব্রাজিল

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ১২:০১ পিএম, ৮ জুন ২০২১ মঙ্গলবার  

করোনায় পুরো বিশ্বের মতো ক্রিড়াঙ্গনেও দিয়েছে বড় বড় ধাক্কা। দীর্ঘদিন তো মাঠেই গড়ায়নি কোন খেলা। তবে সবচেয়ে বড় বিপাকে পড়েছে সম্ভবত দক্ষিণ আমেরিকান ফুটবল। কারণ ২০২০ সালের কোপা আমেরিকা তারা এবারও আয়োজন করতে বেগ পেতে হয়েছে। 

প্রথমে আয়োজক হিসেবে ঠিক করা হয় কলম্বিয়া-আর্জেন্টিনা। পরে কলম্বিয়ার রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আয়োজনের একক দায়িত্ব পড়ে আর্জেন্টিনার উপর। এখানে আরেক বিপত্তি। দেশটিকে করোনা সংক্রমণ বাড়ায় সেটাও বাতিল করা হয়। এবার আয়োজক হিসেবে ঘোষণা হয় ব্রাজিলের নাম। 

এবার আবার বেঁকে বসে ব্রাজিলের ফুটবলাররাই। কারণ করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর অন্যতম ব্রাজিল। তাই অনেক ফুটবলরাই সেখানে যেতে চাননি। বিশেষ করে ইউরোপে খেলা ফুটবলাররা। তাদের কোচ তিতেও সমর্থন দিয়ে গেছেন শিষ্যদের। 

অবস্থা এমন দাঁড়ায় যে কোপা আমেরিকা হয় কিনা সেটাই হয়ে ওঠে অনিশ্চিত। তবে সর্বশেষ খবর অনুযায়ী ফুটবলারদের সঙ্গে আলোচনায় বসেন ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি। সেখানে আলোচানা শেষে কোপা আমেরিকায় অংশ নিতে সম্মত হয় ফুটবলাররা। 

অর্থাৎ আগামী ১৩ জুন ব্রাজিল বনাম ভেনেজুয়েলার ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার  শ্রেষ্ঠত্বের লড়াই।