অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে দুই ট্রেনের সংঘর্ষে ৩০ জনের প্রাণহানি

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১১:২৯ এএম, ৭ জুন ২০২১ সোমবার  

ঘটকি, ধরকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

ঘটকি, ধরকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে

পাকিস্তানে যাত্রীবাহী ‍দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে অর্ধশত মানুষ। সোমবার (৭ জুন) দেশটির সিন্ধু প্রদেশের ঘটকি জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে ডনের প্রতিবেদনে জানানো হয়েছে।

পাকিস্তান রেল বিভাগের এক মুখপাত্র বলেন, করাচি থেকে সারগোধাগামী মিল্লাত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে ‘ডাউন ট্র্যাকে’ শিফট করে। ওই সময় রাওয়ালপিন্ডি থেকে আসা স্যার সৈয়দ এক্সপ্রেস ট্রেনের সঙ্গে এটির সংঘর্ষ বাধে।

ঘটকি জেলার ধরকি শহরে রাইতি রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জেলার এসএসপি উমর তুফায়েল বলেন, মিল্লাত এক্সপ্রেস ট্রেনের ধ্বংসাবশেষে ১৫ থেকে ২০ যাত্রী এখনও আটকা পড়ে আছেন। তাদের উদ্ধারে কর্তৃপক্ষ ভারী যন্ত্রপাতির ব্যবস্থা করছে।

ঘটকি, ধরকি, ওবারো ও মিরপুর মাথেলো এলাকার হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

ঘটকির ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ বলেন, এ ঘটনায় অন্তত ৩০ যাত্রী প্রাণ হারিয়েছেন। আহত হয়েছে ৫০ জনের মতো মানুষ। ট্রেনের বগি উল্টে যাওয়ায় যাত্রীদের উদ্ধারে কর্মকর্তাদের বেগ পেতে হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়ার শঙ্কা রয়েছে।

তিনি বলেন, দুর্ঘটনায় ট্রেনের ১৩ থেকে ১৪টি বগি লাইনচ্যুত হয়। এগুলোর মধ্যে ছয় থেকে আটটি বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।

ডেপুটি কমিশনার উসমান আব্দুল্লাহ আরও বলেন, সিন্ধু প্রদেশের রোহরি শহর থেকে উদ্ধার ট্রেন রওনা হয়েছে। ঘটনাস্থলে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকর্মীরা উপস্থিত আছেন।