অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পরিবেশ দিবসে পাহাড় ধস রোধে ভিবিডি চট্টগ্রামের বিশেষ কার্যক্রম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ৬ জুন ২০২১ রোববার   আপডেট: ০৩:৪৬ পিএম, ৬ জুন ২০২১ রোববার

পরিবেশ সংরক্ষণে সর্বসাধারণকে সচেতন করতে সারা দেশে একযোগে 'বিশ্ব পরিবেশ দিবস' পালন করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি)।

২০২১ সালের এই দিবস উপলক্ষে সারা দেশে ২০২১টি বৃক্ষ রোপন করার কর্মসূচী নেয় ভিবিডি। এরই অংশ হিসেবে ভিবিডি-চট্টগ্রাম জেলার বৃক্ষরোপণ কর্মসূচি আরম্ভ হয় সকাল ৯ টায়।

মোট ৬৩ জন স্বেচ্ছাসেবক এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। সবাই নিজ হাতে চট্টগ্রাম নগরীর লালখান বাজার ওয়ার্ডস্থ টাংকির পাহাড় ধস প্রতিরোধে ৬৪ টি বৃক্ষরোপণ করেন।

কর্মসূচি শেষে বক্তব্য রাখেন ভিবিডি-চট্টগ্রাম জেলার বিভাগীয় জেনারেল সেক্রেটারি মোঃ জিয়াউল হক, এলামনাই সদস্য মোঃ কাউসার হোসেন, গোলাম ইসহাক খান, বর্তমান ডিস্ট্রিক্ট বোর্ড প্রেসিডেন্ট মোঃ মুদ্দাছের হোসাইনসহ প্রমুখ। কর্মসূচিটি পরিচালনা করেন কমিটি সদস্য সাইফুল ইসলাম এবং সুমি আক্তার।

কর্মসূচি শেষে ভিবিডি চট্টগ্রাম জেলার স্বেচ্ছাসেবকরা সবাইকে আহ্বান জানিয়ে বলেন, আমাদের বেঁচে থাকার জন্য পরিবেশের সুস্থ থাকা অনিবার্য। তাই আসুন, আজকের দিনে আমরা আমাদের পরিবেশকে সুস্থ এবং সুন্দর রাখার জন্য সংকল্পবদ্ধ হই।