অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নিষেধাজ্ঞা না উঠলেও মাঠে শাহাদাত 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৩:১৮ পিএম, ৫ জুন ২০২১ শনিবার  

সতীর্থকে থাপ্পর দিয়ে ২০১৯ সালের নভেম্বরে ৫ বছরের নিষিদ্ধ হয়েছিলেন শাহাদাত। তবে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়ার আনুষ্ঠানিক কোন ঘোষণা ছাড়াই শনিবার (৫ জুন) ঢাকা প্রিমিয়ার ডিভিশনের ম্যাচ খেলেছেন এই পেসার। 

এদিন ওল্ড ডিওএইচএসের বিপক্ষে পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে দুই ওভার বোলিং করে কোন উইকেট পাননি শাহাদাত৷ 

নিজের মায়ের চিকিৎসার কথা জানিয়ে নিষেধাজ্ঞা কাটিয়ে ক্রিকেটে ফিরওতে বিসিবির কাছে আবেদন করেন শাহাদাত। ফেব্রুয়ারিতে সে চিঠি পেয়ে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জান, শাহাদাতের নিষেধাজ্ঞা উঠানোর নীতিগত সিদ্ধান্ত হলেও তা উচ্চ পর্যায়ে তোলা হবে। কিন্তু তারপর আর আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

ন্যাশনাল ক্রিকেট লিগ দিকে শাহাদাত হোসেন ক্রিকেটে ফেরার কথা থাকলেও সেটা হয়নি৷ এখন ঢাকা প্রিমিয়ার ডিভিশনে নাম লেখিয়েছন পারটেক্সে। 

২০১৫ সালে নিজের সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন শাহাদাত। ৯৫ বার তার গায়ে চড়েছে লাল-সবুজ জার্সি। পেসারদের মধ্যে টেস্টে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীও শাহাদাত।