অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপির বাজেট সমালোচনা অন্ধ-বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি: আওয়ামী লীগ

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০২:২৭ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার   আপডেট: ০২:২৮ পিএম, ৪ জুন ২০২১ শুক্রবার

করোনাকালে এতবড় বাজেট ঘোষণা করায় বিএনপি আবোলতাবোল বকছে, মন্তব্য ওবায়দুল কাদেরের

করোনাকালে এতবড় বাজেট ঘোষণা করায় বিএনপি আবোলতাবোল বকছে, মন্তব্য ওবায়দুল কাদেরের

করোনাকালে এতবড় বাজেট ঘোষণা করায় বিএনপি আবোলতাবোল বকছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার দাবি, এই বাজেট সংকটকালের বাজেট এবং জীবন-জীবিকাকে প্রাধান্য ও সামাজিক নিরাপত্তা বেষ্টনি বাড়িয়ে এটি করা হয়েছে।

শুক্রবার (৪ জুন) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা উত্তর আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এ সময় বিএনপির বাজেট সমালোচনার বিষয়ে তিনি বলেন, 'বিএনপির বাজেট সমালোচনা অন্ধ-বিদ্বেষ প্রসূত কথামালার চাতুরি। করোনাকালে এতোবড় বাজেট দেয়ায় বিএনপি আবোলতাবোল বকছে।'

আসন্ন উপনির্বাচনগুলোতে ত্যাগী ও পরীক্ষিতদের মনোনয়ন দেয়া হবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

অনুষ্ঠানে নতুন প্রাথমিক সদস্যদের হাতে পরিচয়পত্র তুলে দেন অনুষ্ঠানের আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

উল্লেখ্য, গতকাল ৩ জুন নতুন অর্থবছরের জন্য ছয় লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অভিযোগ করে বলেছেন, প্রস্তাবিত বাজেট অবাস্তবায়নযোগ্য, কাল্পনিক ও অগ্রহণযোগ্য। বাজেটে করোনা মহামারি পরিস্থিতিতে মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে নেওয়া হয়নি।