অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টোকিও অলিম্পিক আয়োজনে শতভাগ নিশ্চিত কর্তৃপক্ষ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার  

জাপানে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ সত্ত্বেও টোকিও অলিম্পিক আয়োজনে শতভাগ নিশ্চয়তা দিয়েছেন আয়োজক কমিটির প্রধান সেইকো হাশিমোতো। তবে সেখানে দর্শক প্রবেশে অনুমতির সম্ভাবনা কম বলে জানিয়েছেন তিনি। 

২০২০ সালে আয়োজিত হওয়ার কথা টোকিও অলিম্পক করোনার কারণেই পিছিয়ে যায়। একবছর দেরিতে সেটা এখন ২৩ জুলাই অনুষ্ঠিত হবে। অর্থাৎ আর মাত্র ৫০ দিন বাকি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর শুরু হওয়ার। 

অথচ এখনও করোনা সংক্রমণে বাজে অবস্থায় আছে জাপান এবং দেশটির বিভিন্ন অঞ্চল জরুরি অবস্থায় আছে। 

বিবিসি স্পোর্টসকে হাশিমোতো জানান, আমি বিশ্বাস করি এই অলিম্পিক আয়োজনের সম্ভাবনা শতভাগ। শুধু প্রশ্ন হলো আমরা কীভাবে আরও বেশি সুরক্ষিতভাবে আয়োজন করবো। 

তিনি আরও বলেন, সবচেয়ে বড় চ্যালেঞ্চ হলো আমরা কীভাবে মানুষদের অংশগ্রহণ নিশ্চিত করাবো। য; কোন ও সঙ্কট দেখা দেয় বা জরুরি পরিস্থিতি ঘটে তাহলে কোন দর্শক ছাড়াই গেমস আয়োজন হবে। আমরা যতটা সম্ভব জৈব সুরক্ষা বলয় তৈরি করছি। বিদেশ থেকে আগত অ্যাথলেটদের পাশাপাশি জাপানের বাসিন্দাদের জন্য আমরা নিরাপদ ও সুরক্ষিত জায়গা তৈরি করছি। 

তিনি আরও বলেন, বিদেশি দর্শকদের উপস্থিতি না থাকা "অত্যন্ত বেদনাদায়ক সিদ্ধান্ত’।  তবে "নিরাপদ ও সুরক্ষিত গেমস" নিশ্চিত করার জন্য একটি প্রয়োজনীয় ছিল।