অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইসরায়েলে নতুন সরকার গঠনে একমত বিরোধীরা, নেতানিয়াহু যুগের অবসান

ইন্টারন্যাশনাল ডেস্ক

প্রকাশিত: ১০:৪৭ এএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার   আপডেট: ১১:৪১ এএম, ৩ জুন ২০২১ বৃহস্পতিবার

রোটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে নাফতলি বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

রোটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে নাফতলি বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

ইসরায়েলে নতুন সরকার গঠনে একমত হয়েছে বিরোধীরা। ফলে অবসান হতে যাচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে বেঞ্জামিন নেতানিয়াহুর ১২ বছরের শাসনকাল। বৃহস্পতিবার (৩ জুন) বিবিসির প্রতিবেদনে এমনটা জানানো হয়। 

এদিক সেন্ট্রিক যিশ আতিদ দলের নেতা ইয়াল ল্যাপিড ঘোষণা দেন যে তারা একটি আট দলীয় জোট গঠন করেছেন। 

রোটেশন প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে ডানপন্থী ইয়ামিনা দলের প্রধান নাফতলি বেনেট প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন। পরবর্তী তা হস্তান্তর করা হবে ইয়ান ল্যাপিডের কাছে। 

তবে এখনই নতুন সরকার গঠন হচ্ছে না। তার আগে সংসদীয় ভোট হবে এবং সেখানে সংখ্যাগরিষ্টতা আসলে শপথ গ্রহণ হবে। আটদল জোট করায় সেটা সময়ের ব্যাপার মাত্র হিসেবে দেখা হচ্ছে। 

এক বিবৃতিতে ল্যাপিড জানান, তিনি রাষ্ট্রপতি রেউভেন রিভলিনকে এই চুক্তি সম্পর্কে অবহিত করেছেন। তিনি আরও বলেন: "আমি প্রতিশ্রুতি দিয়েছি যে এই সরকার সমস্ত ইসরায়েলি নাগরিক, যারা ভোট দিয়েছিল এবং যারা ভোট দেয়নি তাদের সেবায় কাজ করবে।

"এটি তার বিরোধীদের সম্মান করবে এবং ইসরায়েলি সমাজের সমস্ত অংশকে ঐক্যবদ্ধ ও সংযুক্ত করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে।"

ইসরায়েলি গণমাধ্যমে প্রচারিত একটি চিত্র দেখায় ল্যাপিড, বেনেট এবং আরব ইসলামপন্থী রাম পার্টির নেতা মনসুর আব্বাস এই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এমন একটি চুক্তি যা অনেকে অসম্ভব বলে মনে করতেন।