অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আইপিএলের বাকি অংশে খেলা হবে না সাকিব-মোস্তাফিজের

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার  

ক্রিকেটাররা করোনাক্রান্ত হওয়ায় মাঝপথেই থেমে যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর। সেপ্টেম্বর অক্টোবর নাগাদ সংযুক্ত আরব আমিরাতে টুর্নামেন্টের বাকি অংশ আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই। সে অংশে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে খেলার অনুমতি দেয়া হবে না বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, স্থানীয় এক গণমাধ্যমকে বিসিবি সভাপতি বলেন, আমাদের আন্তর্জাতিক সূচি মাথায় রেখে এ দুজনকে অনুমতি দেয়ার কোন সম্ভাবনাই নেই। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এখন সব ম্যাচ গুরুত্বপূর্ণ। 

এবারের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপি দিয়ে সাকিবকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স। আর ১ কোটি রুপিতে মোস্তাফিজকে দলে নেয় রাজস্থান রয়েলস। সাকিব সব ম্যাচ না খেললেও মোস্তাফিজ প্রতি ম্যাচ খেলে দারুণ বোলিং করেছেন। 

২৯ ম্যাচ পর থেমে যাওয়া আইপিএল ফের শুরু হবে ১০-১৬ সেপ্টেম্বর। ৩১ ম্যাচ শেষ হতে সময় লাগবে ১০ অক্টোবর। যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের পর ইংল্যান্ডের সঙ্গে খেলবে টাইগাররা। তাই সাকিব-ফিজদের ছাড়া হবে না। 

এছাড়া আইপিএলে ক্রিকেটার না পাঠানোর ঘোষণা দিয়ে রেখেছে ইংল্যান্ডও। অস্ট্রেলিয়া অবশ্য এখনও কিছু জানায়নি।