অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাকিব-মিরাজদের কোচ হিসেবে এগিয়ে হেরাথ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১০:৪৬ এএম, ১ জুন ২০২১ মঙ্গলবার  

টাইগারদের স্পিন কোচ হিসেবে ড্যানিয়েল ভেট্টরির জায়গায় শ্রীলঙ্কান রঙ্গানা হেরাথকে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান জানান, চূড়ান্ত সিদ্ধান্ত খুব জলদি নেয়া হবে৷ 

করোনা মহামারির কারণে দলের সঙ্গে নিয়মিত হতে পারেননি ভেট্টরি। তারপর থেকেই স্পিন বোলিং কোচের পদটি খালি হয়েছিল। 

শ্রীলঙ্কা সফরে সে দায়িত্ব পালন করেন স্থানীয় কোচ সোহেল ইসলাম। কিন্তু পারিবারিক কারণে তিনি আসন্ন জিম্বাবুয়ে সফরে থাকতে পারবেন না। 

বিকল্প হিসেবে ভারতের সাইরাজ বাহাতুলে ও পাকিস্তানের সাইদ আজমলের কথা বিবেচনা করেছে বিসিবি তবে এগিয়ে আছেন শ্রীলঙ্কান বাঁহাতি স্পিনার হেরাথ। 

আকরাম খান জানাম, সামনে আমাদের লম্বা সূচি। জিম্বাবুয়ে সফরের পর ডাকায় আসবে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড৷ তার আগেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিব৷ এখন আলোচনা চলছে৷ 

সাকিব-মিরাজ কোচ হওয়ার বিষয়ে কথা চলছে বলে ক্রিকবাজকে নিশ্চিত করে হেরাথ।