অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপজয়ী স্পিনার এখন মিস্ত্রি

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:০২ পিএম, ৩১ মে ২০২১ সোমবার  

ক্রিকেটার হিসেবে ক্যারিয়ার শেষ করার পর বেশিরভাগের গন্তব্যই থাকে কোচিং বা কমেন্টেটর হওয়ার। এটা বেশ নিরাপদও। তবে বিকল্প পেশা বেছি নিয়েছেন এমন উদাহরণও কম নয়। 

ওয়েস্ট ইন্ডিজের তারকরা ক্রিকেটার স্যার কার্টলি এমব্রোজ যেমন শুরুতে বেছে নেন গিটারিস্ট অপশন। আবার শচিন টেন্ডুলকারের সঙ্গে অভিষেক হওয়া সলীল আঙ্কোলা হয়ে যান অভিনেতা। ক্রিকেট ছেড়ে সম্পূর্ণ ভিন্ন পেশায় নাম লেখানোর খাতায় সর্বশেষ নাম লেখালেন জাভিয়ের ডোহার্টি। 

২০১৫ সালে পঞ্চমবারের মতো ক্রিকেট বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। মাইকেল ক্লার্কের অধিনায়কত্বে সে দলে খেলেন জাভিয়ের ডোহার্টি। বিশ্বকাপের পর ২২ গজকে বিদায় জানান এই বাঁহাতি স্পিনার৷ তার ছয় বছরের মধ্যে ছুতোর মিস্ত্রি হিসেবে কাজ শুরু করেছেন ডোহার্টি। 

তবে অর্থের অভাবে এ কসজ করছেন না ডোহার্টি। পেশাকে বেছে নিয়েছেন ভালোবেসেই। অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাসোসিয়েশনের শেয়ার করা এক ভিডিওতে ডোহার্টি জানান, আমি এখনও শিক্ষানবিশ৷ তিনভাগের একভাগ কাজ শেখা হয়েছে৷ তবে এরমধ্যে নতুন কিছু শেখার বিষয়টি আমি খুব ইনজয় করছি। 

এ স্পিনার আরও বলেন, ক্রিকেট ছাড়ার পর ১২ মাস আমি কি করবো বুঝে উঠতে পারিনি৷ যে সুযোগ পেয়েছি করেছি। কিছুদিন অফিস করেছি, কিছুদিন ক্রিকেটের সঙ্গে জড়িত ছিলাম আর এখন এখানে এসে৷ থেমেছি। 

নিজের ২৮ তম জন্মদিনের কিছুদিন আগে ওয়ানডে অভিষেক হয় ডোহার্টির৷ আর জন্মদিনের তিনদিন পর ২০১০ সালে অ্যাশেজে তার মাথায় উঠে অজিদের বিখ্যাত ব্যাগি গ্রিন ক্যাপ। 

২০১১ বিশ্বকাপ খেলতে না পারলেও ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন। ২০১৫ বিশ্বকাপ শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একমাত্র ম্যাচে ছিলেন উইকেটশূন্য। বিশ্বকাপের পর অবসর নেয়ার আগ পর্যন্ত চার টেস্ট খেলে নিয়েছেন সাত উইকেট। এছাড়া ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার উইকেট সংখ্যা ৫৫ ও ৬০ টি।