অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

টপ অর্ডারদের বিদায়ে আবারও ব্যাটিং বিপর্যয়

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার  

বর্তমান ওয়ানডে ক্রিকেটে ২৮৭ রান হয়তো খুব বেশি কিছু নয়। তবে মিরপুরের মাঠে এটা বড় লক্ষ্যই। শেষ ওয়ানডেতে বিশাল লক্ষ্য তাড়ায় শুরুতেই টপ অর্ডারদের হারিয়ে বিপাকে পড়েছে টাইগাররা। 

প্রথম দুই ওয়ানডেতে শূণ্য ও ২৫ করা লিটনের পরিবর্তে একাদশে নেয়া হয় মোহাম্মদ নাঈমকে। ওপেনার পরিবর্তন হলেও ভাগ্যে পরিবর্তন আসেনি। দ্বিতীয় ওভারে বল করতে এসে প্রথম বলেই নাঈম শেখকে সাজঘরে পাঠান দুস্মান্ত চামিরা। অফ স্ট্যাম্পের বাইরে বলটি ড্রাইভ করে চার বানাতে চেয়েছিলেন নাঈম তবে কিছুটা দেরি করায় ব্যাটের কানায় লেগে বল যায় উইকেটরক্ষক কুশাল পেরেরার হাতে। 

নিজের দ্বিতীয় ওভারে এসে আবারও টাইগারদের ধাক্কা দেন চামিরা। তার বাউন্সারটি পুল করেছিলেন সাকিব আল হাসান কিন্তু তা চলে স্কয়ার লেগে দাঁড়ানো রামেশ মেন্ডিসের হাতে। কিছুটা লাফিয়ে উঠে সাকিবের বিদায় নিশ্চিত করেন এই স্পিনার। প্রথম ম্যাচে ১৫ রানের পর দ্বিতীয় ওয়ানডেতে শূন্য রানেই ফেরেন সাকিব। আর শেষ ম্যাচে তার ব্যাট থেকে এলো মাত্র ৪ রান। 

৯ রানে দ্বিতীয় উইকেট হারানোর পর মুশফিককে নিয়ে কিছুটা সামলে যাচ্ছিলেন তামিম। কিন্তু চামিরার ইনসুইঙ্গারে ডিকভেলার ক্যাচ হয়ে মাঠ ছাড়েন টাইগার কাপ্তান। আম্পায়ারের সিদ্ধান্ত না মেনে রিভিউ নিয়েছিলেন তামিম। কিন্তু আল্ট্রা এজে দেখা যায় বল ব্যাট ছুঁয়েছে। 

২৮ রানে ৩ উইকেট হারানোর পর বাংলাদেশের বর্তমান স্কোর ১২.২ ওভারে ৩৯ -৩। ম্যাচ জিততে বাংলাদেশের আরও দরকার ২৪৮ রান। মাঠে আছেন প্রথম দুই ম্যাচের ব্যাটিং বিপর্যয় সামাল দেয়া মুশফিকুর রহিম।