অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অ্যামাজন কিনে নিলেও বড় স্ক্রিনে দেখানো হবে জেমস বন্ড

এন্টারটেইনমেন্ট ডেস্ক

প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার  

৮৪৫ কোটি ডলারে মেট্রো-গোল্ডউইন-মেয়ার বা এমজিএম স্টুডিও কিনে নিয়েছে অ্যামাজন। যে প্রতিষ্ঠান থেকেই নির্মিত হয় টম এন্ড জেরি, জেমস বন্ড ও দ্য উজার্ড অব অজের মতো সিরিজের ছবিগুলো। তারপর থেকেই শঙ্কা ছিল পরবর্তী সিরিজগুলো বড় স্ক্রিনের পরিবর্তে দেখানো হবে অ্যামাজন প্রাইমে। 

শুক্রবার (২৮ মে) এই তথ্য জানিয়েছেন জেমস বন্ডের প্রযোজক বারবারা ব্রোকলি এবং মিশেল জি উইলসন। তারা জানান অ্যামাজন কিনে নিয়েছে মানে এই নয় যে এই স্পাই সিরিজটি কেবল প্রাইম ভিডিওতে দেখানো হবে। 

তারা আরও বলেন, আমারা বিশ্বজুড়ে সিনেমা হলে ০০৭ কে সামনে আনতে প্রতিজ্ঞাবদ্ধ। 

অ্যামাজন এমজিএম স্টুডিও কিনে নিলেও সব চরিত্র নির্মান ও সিনেমা হলে দেখানোর বিষয়টি এখনও রয়েছে  দুই প্রযোজকের হাতে। 

চুক্তি মতে, আগামী সবগুলো জেমস বন্ড ছবি অ্যামাজন প্রাইমে প্রচারিত হলেও সিনেমা হলে মুক্তি দিতে কোন বাধা নেই। 

বর্তমানে পুরোপুরি প্রস্তুত হয়ে আছে জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি ‘নো টাইম টু ডাই’। তবে করোনার কারণে কয়েকবার মুক্তির তারিখ পেছানো হয়েছে। এজেন্ট ০০৭ হিসেবে ডেনিয়েল ক্রেইগের সর্বশেষ ছবিটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ৩০ সেপ্টেম্বর আর যুক্তরাষ্ট্রের দর্শকরা দেখতে পারবেন ৮ অক্টোবর।