অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

তাসকিনের জোড়া আঘাতে থামলো রান বন্যা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার   আপডেট: ০৩:৪৩ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

প্রথম দুই ওয়ানডেতে দেখা গেছে শুরুতে ব্যাটসম্যানদের সহায়তা করছে মিরপুরের উইকেট। শেষ ম্যাচে তাই টসে জিতে ব্যাটিং নেয় শ্রীলংকানরা। আর সুবিধা আদায় করে নিতে প্রথম থেকেই দ্রুত রান তুলতে থাকে সফরকারীরা। 

শরিফুলের করা প্রথম ওভারেই আসে ৯ রান। পরের ওভারে মিরাজ দুই রান দিলে তৃতীয় ওভার থেকে প্রতি ওভারে আসতে থাকে বাউন্ডারি। দুই বাঁহাতিকে আটকাতে দুই অফস্পিনার এনেও লাভ হয়নি। পাওয়ার প্লেতে আসে ৭৭ রান। 

পরের ওভারে দুই রান দেন মোস্তাফিজ আর দ্বাদশ ওভারে বোলিংয়ে এসে সে রান বন্যা থামান নিজের প্রথম ওভারে ১২ রান দেয়া তাসকিন।  প্রথম বলে এক রান দেয়ার পর দেন জোড়া ওয়াইড। 

তার পরের বলটি স্লগ ওভারের মতো বাউন্ডারি হাঁকাতে যান গুনাথিলাকা। কিন্তু বল গিয়ে স্ট্যাম্প ভেঙে দেয়। সে ওভারের শেষ বলেই গুড লেন্থের বলে পাথুম নিশাঙ্কাকে মুশফিকুর রহমানের ক্যাচ বানান এই পেসার। যা তাসকিনের ৫০তম ওয়ানডে উইকেট। যার জন্য ৩৯ ম্যাচ খেলতে হয়েছে তাকে। 

দুজনকে ফেরানোর পর রানে লাগাম লেগেছে টাইগাররা। ১০ ওভার শেষে যেখানে রান ছিল ৭৭, এখন ১৬ ওভার পর শ্রীলংকার স্কোর দাঁড়িয়েছে ১০১-২। স্বাগতিকদের গলার কাঁটা হয়ে ৫৫ রানে অপরাজিত আছে লঙ্কান কাপ্তান কুশাল পেরেরা। অন্যপ্রান্তে তাকে সঙ্গ দিচ্ছেন আরেক কুশাল, কুশাল মেন্ডিস।