অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লিটনের পরিবর্তে একাদশে নাঈম, ব্যাটিংয়ে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১২:৫৭ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার   আপডেট: ০১:১১ পিএম, ২৮ মে ২০২১ শুক্রবার

দুই ম্যাচ জিতে শ্রীলংকার বিপক্ষে প্রথমবার সিরিজ জয় নিশ্চিত করেছে টাইগাররা। আজ মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সুযোগ থাকলে সফরকারীদের হোয়াইটওয়াশ করার। এমন ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছেন লঙ্কান অধিনায়ক কুশাল পেরেরা। 

প্রথম দুই ম্যাচে টসে জিতে ব্যাটিং নিয়েছেন টাইগার কাপ্তান। পরে ব্যাট করে বিধ্বস্ত হয়েছে লঙ্কান ব্যাটিং লাইনআপ। আজ টস জিতেই তাই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিলো শ্রীলংকা। 

অন্যান্য সময় সিরিজ নিশ্চিত হলে শেষ ম্যাচটি নিয়মরক্ষার হলেও বিশ্বকাপ বাছাইয়ে সুপার লিগ পদ্ধতির কারণে এখন আর সে সুযোগ নেই। বর্তমানে সে লিগে ইংল্যান্ডকে হটিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। আজ জিতলে সুযোগ থাকছে সে জায়গা আরও মজবুত করার। 

এমন গুরুত্বপূর্ণ ম্যাচে চার পরিবর্তন এসেছে শ্রীলংকা একাদশে। আসেন বান্দারা, লাকসান সান্দাকান, ইসুরু উদানা ও দাসুন শানাকার পরিবর্তে নেয়া হয়েছে নিরোশান ডিকওয়েলা, রামেশ মেন্ডিস, চামিকা করুনারত্নে ও বিনুরা ফার্নান্দোকে। 

অন্যদিকে বাংলাদেশ একাদশে লিটনের পরিবর্তনটা অবধারিতই ছিল। প্রথম ম্যাচে শূন্য ও দ্বিতীয় ম্যাচে ২৫ রান করা বাদ পড়েছেন এই ওপেনার। তার পরিবর্তে দলে এসেছেন মোহাম্মদ নাঈম। আর দ্বিতীয় ম্যাচে মাথায় চোট পাওয়া সাইফুদ্দিনের পরিবর্তে  একাদশে  আছেন তাসকিন আহমেদ। 

বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ:
কুশাল পেরেরা (অধিনায়ক), দানুস্কা গুনাথিলাকা, পাথুম নিশাংকা, কুশাল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, রামেশ মেন্ডিস, ওয়াহিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, বিনুরা ফার্নান্দো, দুষ্মান্ত চামিরা।