অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ওয়ানডে বোলিংয়ে দুইয়ে মিরাজ, ক্যারিয়ার সেরা অবস্থানে মুশফিক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:১৪ পিএম, ২৬ মে ২০২১ বুধবার   আপডেট: ০৪:১৫ পিএম, ২৬ মে ২০২১ বুধবার

শ্রীলংকা বিপক্ষে সিরিজটা দুর্দান্ত কাটছে মেহেদি হাসান মিরাজের। তার পুরস্কারও পেয়েছেন হাতেনাতেই। ক্যারিয়ারে প্রথমবার আইসিসির ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে উঠে এসেছেন দুই নম্বরে। এর আগে সর্বোচ্চ চার নম্বরে অবস্থান করেন এই স্পিন অলরাউন্ডার। 

নিউজিল্যান্ড সফরের আগে ছিলেন চার নম্বরে। তবে সেখানে বাজে পারফরম্যান্সের কারণে নেমে যান পাঁচে। শ্রীলংকার বিপক্ষে প্রথম ম্যাচে চার উইকেটের পর দ্বিতীয় ওয়ানডেতে নিয়েছেন তিন উইকেট। আর তাতেই ৭২৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছেন মিরাজ। এক নম্বরে থাকা ট্রেন্ড বোল্টের রেটিং পয়েন্ট ৭৩৭। 

বাংলাদেশের হয়ে অবশ্য সবার ওপরে উঠতে পারেননি মিরাজ। ২০০৯ সালে সাকিব ছিলেন ওয়ানডে বোলিং র‌্যাংকিংয়ে সাকিব ছিলেন সবার উপর। তবে রেটিংয়ে সবাইকে ছাপালেন মিরাজ। সাকিবের সর্বোচ্চ রেটিং ছিল ৭১৭। 

শ্রীলংকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছেন মুশফিকুর রহিম। প্রথম ম্যাচে ৮৪ রানের পর দ্বিতীয় ওয়ানডে করেছেন ১২৫ রান। দুই ম্যাচেই ছিলেন ম্যান অব দ্য ম্যাচ। সম্ভবত সিরিজ সেরাও হবে তিনি। এত খুশির মধ্যে আরেক খুশি দিয়েছে আইসিসি। 

৭৩৯ রেটিং নিয়ে চার ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন  মুশফিকুর রহিম। যা মিস্টার ডিপেন্ডেবলের ক্যারিয়ার সেরা। আর দুই ম্যাচে ৫৪ ও ৪২ করে ৩৮ নম্বর স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ। দুই ধাপ এগিয়েছেন তিনি।  এছাড়া তামিম (২৪) ও সাকিব (২৯) নম্বর স্থানে আছেন। 

বোলিংয়ে মিরাজ ছাড়াও পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান। দুই ম্যাচে ছয় উইকেট নিয়ে আট ধাপ এগিয়ে উঠে এসেছেন নয় নম্বরে।