অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উদাসীন হলে সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়: ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৬ মে ২০২১ বুধবার  

মানুষ উদাসীন হলে করোনা সংক্রমণের উর্ধ্বগতি ঠেকানো সম্ভব নয়। যার যার অবস্থান থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার উচিৎ।

বুধবার (২৬ মে) সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ।

এসময় তিনি বলেন, ‘দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, এরমধ্যে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নতুন আতঙ্ক ও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখনও স্বাস্থ্যবিধি ও মাস্ক পরার ক্ষেত্রে উদাসীনতা লক্ষ্য করা যাচ্ছে, এ মুহূর্তে সবাইকে সচেতন হওয়াটা জরুরি।’

ঘূর্ণিঝড় ইয়াস পূর্ববর্তী প্রস্তুতি প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য নিয়ে ওবায়দুল কাদের বলেন,  ‘তার বিবৃতির আগেই সরকার প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন। লিপ সার্ভিস (মুখের কথা) নয়, দুর্যোগ-দুর্বিপাকে সবার আগে মানুষের পাশে দাঁড়ানোই আওয়ামী লীগের সংস্কৃতি ও ঐতিহ্য।

তিনি বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এ বিজয় অব্যাহত থাকবে।’