অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

কুশল পেরেরাকে ফেরালেন অভিষিক্ত  শরিফুল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৭:০৩ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার  

স্কোরবোর্ডে রান কম, আছে বৃষ্টির সম্ভাবনা। তাই ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে এগিয়ে থাকতে দ্রুত রান তুলছিলেন দুই লঙ্কান ওপেনার। নিজের তৃতীয় ওভারে কুশাল পেরেরাকে ফিরিয়ে সেখানে লাগাম টানলেন অভিষিক্ত শরিফুল ইসলাম। 

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ভালো করে জাতীয় দলে ঢুকে পড়েন শরিফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেকে নজর কাড়েন। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট অভিষেকেও চিনিয়েছেন  জাত। 

আজ ওয়ানডে অভিষেকে প্রথম দুই ওভারে দশ রান দিলেও লাইন লেন্থ ছিল চমৎকার। তৃতীয় ওভারে মারমুখী পেরেরাকে দ্বিতীয় বলে দিলেন ইয়র্কার। বলটি লং অন দিয়ে পার করতে চেয়েছিলেন লঙ্কান অধিনায়ক৷কিন্তু মুঠোবন্দি হন টাইগার কাপ্তান তামিমের। 

আরও একটি উইকেট পেতে পারতো বাংলাদেশ। তাসকিনের করা বলটি গুমাথিলাকার গ্লাভসে লেগে বন্দি হয় মুশফিকের হাতে। কিন্তু আম্পায়ার আউট না দেয়ায় এবং রিভিউ না নেয়ায় সফল হয়নি মুশকিকের সে চেষ্টা। 

প্রশ্ন আসতে পারে তাসকিন কীভাবে বল করে? সে তো একাদশে নেই। উত্তর হলো ব্যাটিংয়ের সময় হেলমেটে আঘাত পান সাইফুদ্দিন। ফলে কনকাশন হিসেবে মাঠে নেমেছেন তাসকিন। 


প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে শ্রীলঙ্কার স্কোর ৩২-১। মাঠে আছেন গুনাথিলাকা ও নিশাঙ্কা।