অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সাত উইকেট হারিয়ে আবারও বিপাকে টাইগাররা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০৪:০৮ পিএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার  

৭৪ রানে চার উইকেট হারানোর পর পরিস্থিতি সামলে নিয়েছিলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু দুর্ভাগা হিসেবে মাহমুদুল্লাহ মাঠ ছাড়ার পর আবারও বিপদে পড়েছে দল।

প্রথম ম্যাচের মতো আজও ব্যাটিং বিপর্যয় সামলে নিয়েছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান। প্রথমে দেখেশুনে খেললেও ধীরে ধীরে বাড়তে থাকে রানের গতি। প্রথম ১০০ রান যেখানে আসে ২৫ ওভারে পরের ৮ ওভারেই আসে ৫০ রান। 

ধনাঞ্জায় ডি সিলভাকে দুই ওভারে দুই ছক্কা হাঁকিয়ে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু বড়ই দুর্ভাগা তিনি। লাকসান সান্দাকানের বলে স্কুপ করতে গিয়েছিলেন, বুঝতে পেরে নিজের বাঁহাত বাড়িয়ে দেন লঙ্কান কিপর কুশাল পেরেরা। বল গিয়ে তার মুঠোবন্দি হয়। সাজঘরে ফেরার আগে ৫৮ বলে ৪১ রান আসে তার ব্যাট থেকে। 

সপ্তম ব্যাটসম্যান হিসেবে নেমে বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলেন আফিফ হোসেন। পরে চামিরার ওভারে আসে আরও এক চার। একই কাজ ইসুরু উদানার ওভারে করতে গিয়ে ধরা পড়েন নাথুম নিশাঙ্কার হাতে।  

আটে নেমে ভালো করতে পারেননি মেহেদি হাসান মিরাজও। ওয়াহিন্দু হাসারাঙ্কার লেগ স্পিনে বোল্ড হন। 

ফলে ১৬১-৪ থেকে বাংলাদেশ হয়ে যায় ১৮৪-৭। প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১৯০-৭। ৭৯ রানে অপরাজিত আছেন মুশফিক।