অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

লেভানদোস্কি বিক্রির জন্য নয়: বায়ার্ন প্রধান

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১:৪৪ এএম, ২৫ মে ২০২১ মঙ্গলবার  

বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা কার্ল হেইঞ্জ রুমেনিগে বলছেন, এই গ্রীষ্মে ক্লাব ছাড়ছেন না রবার্ট লেভানদোস্কি। 

স্বপ্নের এক মৌসুম কাটিয়েছে লেভানদোস্কি। ব্যাভারিয়ানদের হয়ে বুন্দেসলিগার এক সিজনে করেছেন ৪১ গোল। যার মাধ্যমে ভেঙেছেন জার্ড মুলারের ১৯৭১-৭২ মৌসুমে গড়া ৪০ গেলের রেকর্ড। 

তারপরও শুনা যাচ্ছে ক্লাবের সঙ্গে নতুন চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছেন লেভানদোস্কি। ইংল্যান্ডের কিছু কিছু ক্লাব তাকে দলে নিতেও আগ্রহী। তবে সব সম্ভাবনাই উড়িয়ে দিচ্ছেন রুমেনিগে। 

স্পোর্টস ১ এর সাথে আলাপকালে বায়ার্ন প্রধান বলেন, কখনই না৷ লেভানদোস্কিকে বিক্রি করা হবে না৷ আপনি নিজেই আমাকে বলুন, বছরে ৬০ গোল করা ফুটবলারকে কে বিক্রি করবে?

তিনি আরও বলেন, লেভানদোস্কির শারীরিক অবস্থা চমৎকার। আরও ৪-৫ বছর সর্বোচ্চ পর্যায়ে খেলতে পারবে। তাহলে বায়ার্নের হয়ে না কেন? সে একটা ডায়মন্ড।  সে বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল ডায়মন্ড৷