বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৩ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

করোনা নিয়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:৪২, ১০ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:৪২, ১০ এপ্রিল ২০২১

৪৬৫

করোনা নিয়ে রাজনীতি না করে মানুষের পাশে দাঁড়ান

লকডাউন নিয়ে নানা অপপ্রচার ও উসকানি দিচ্ছে বিএনপি। এমন অপরিণত বক্তব্যে কারণে অনেকে স্বাস্থ্যবিধির প্রতি উদাসিন হচ্ছে। করোনা নিয়ে রাজনীতি না করে বিএনপিকে মানুষের পাশে দাঁড়ানো উচিত। 

শনিবার (১০ এপ্রিল) সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর কাদের। এসময় চট্টগ্রামের আনোয়ারা উপজেলা সংযোগ সড়কসহ কর্ণফুলী টানেল সংযোগ সড়কের চারলেন উন্নীতকরণ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

 প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ১১ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীতকরণ ছাড়াও শিকলবাহা, কর্ণফুলী টানেল সংযোগস্থল এবং কালাবিবির দীঘিতে তিনটি ইন্টারসেকশন নির্মাণ করা হবে বলেও জানান ওবায়দুল কাদের।

ব্রিফিংয়ে তিনি বিএনপির উদ্দেশ্যে প্রশ্ন রেখে বলেন, ‘সমালোচনার তীর ছোড়া আর মিথ্যাচারের বিষবাস্প ছড়ানো ছাড়া বিএনপি করোনাকালে জনকল্যাণে কী করেছে? কোনো দায়িত্বশীল ভূমিকা পালন করেছে?’

করোনা প্রতিরোধে সর্বদলীয় কমিটি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এখানে সর্বদলীয় বিষয়ের চেয়ে জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞদের মতামতই বেশি জরুরি। বিশ্বের কোনো দেশে সংক্রমণ রোধ কিংবা চিকিৎসায় সর্বদলীয় কমিটির নজির নেই।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত