হেফাজতের নেতাকর্মীরা সহ্যের মাত্রা ছাড়িয়েছে, তালিকা ধরে দমন করা হবে
হেফাজতের নেতাকর্মীরা সহ্যের মাত্রা ছাড়িয়েছে, তালিকা ধরে দমন করা হবে
![]() |
হেফাজতের নেতাকর্মীরা সহ্যের মাত্রা ছাড়িয়েছে, মন্তব্য ওবায়দুল কাদেরের |
হেফাজতে ইসলামকে ‘উগ্র সাম্প্রদায়িক অপশক্তি’ আখ্যা দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশের বিভিন্ন স্থানে সংগঠনটি যে তাণ্ডব চালিয়ে যাচ্ছে তা সহ্যের মাত্রা ছাড়িয়ে গেছে।
বুধবার (৭ এপ্রিল) রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
সাম্প্রদায়িক অপশক্তির উসকানিদাতাদের তালিকা তৈরি করে তাদের রাজনৈতিকভাবে মোকাবিলায় দলীয় নেতা-কর্মীদের প্রস্তুত থাকার নির্দেশও দিয়েছেন কাদের।
তিনি বলেন, ‘হেফাজত ইসলাম নামে একটি উগ্র সাম্প্রদায়িক অপশক্তি দেশের বিদ্যমান স্বস্তি এবং শান্তি বিনষ্টে বিভিন্ন স্থানে যে অব্যাহত তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তা সহনশীলতার সব মাত্রা অতিক্রম করেছে।’
সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশ্য করে কাদের আরও বলেন, ‘সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টিকারী ও সাম্প্রদায়িক অপশক্তির উসকানিদাতাদের তালিকা প্রস্তুত করে এদের রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’
যারা দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে এবং এখনো চালাচ্ছে তাদের সতর্ক করে দিয়ে আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন ‘দেশের জনগণের ধৈর্য ও সহনশীলতার একটা সীমা আছে! সীমা অতিক্রম করলে তার পরিণতি হবে ভয়াবহ।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সরকার পরিচালনার দায়িত্বে আছে বলেই প্রতিক্রিয়াশীল চক্রের ধ্বংসাত্মক রাজনীতির বিপরীতে আওয়ামী লীগ এখনও দায়িত্বশীল আচরণ করছে, সহনশীলতা দেখাচ্ছে।
দেশের মানুষ ধর্মপ্রাণ, কোনো ধর্মান্ধতাকে সমর্থন দেয় না জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগুন নিয়ে খেলবেন না। আগুন নিয়ে খেলতে গেলে সে আগুনে আপনাদের হাত পুড়ে যাবে।’
দেশের বিভিন্ন স্থানে সরকারি ও বেসরকারি স্থাপনায় হামলা, ভূমি অফিসে অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে এবং কাউকে ছাড় দেয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, ‘ধৈর্যের বাঁধ ভেঙে দিবেন না, মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর অবমাননা জাতি আর সহ্য করবে না।’
বঙ্গবন্ধুর ছবি ও ভাস্কর্যের ওপর যারা হামলা করেছে আওয়ামী লীগের কর্মীরা তাদের ধৃষ্টতার জবাব দেবে বলেও জানান কাদের।

আরও পড়ুন
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- ফেনী পৌরসভার ২৪ কাউন্সিলর পদে আ’লীগের ১৬১ মনোনয়ন প্রত্যাশী
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়` - শিশু মারিয়ার দায়িত্ব নিলেন জেলা প্রশাসক
খুন হওয়া বাবা-মাকে খুঁজে ফিরছে ছোট্ট মারিয়ার চোখ - ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- অস্তিত্ব হারাতে বসেছে দেড়শ’ বছরের পুরনো হাট
- হস্তশিল্পে পাল্টে যাচ্ছে জামালপুরের অর্থনীতি
- সাতক্ষীরার ৪ খুনের মামলায় নিহতের ছোট ভাই রায়হানুল গ্রেপ্তার
- তারা জানেন না কিভাবে নিবন্ধন, কিভাবে পাবেন করোনার টিকা
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ