শুক্রবার   ২৯ মার্চ ২০২৪ || ১৫ চৈত্র ১৪৩০ || ১৭ রমজান ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রিজভী আইসিইউতে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩০, ১ এপ্রিল ২০২১

আপডেট: ১৮:৩৭, ১ এপ্রিল ২০২১

৫৮৪

রিজভী আইসিইউতে

করোনাক্রান্ত রিজভীকে আইসিইউতে নেওয়া হয়েছে
করোনাক্রান্ত রিজভীকে আইসিইউতে নেওয়া হয়েছে

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বৃহস্পতিবার (১ এপ্রিল) বলেন, “রুহুল কবির রিজভী ভাইয়ের অক্সিজেন লেভেল কমে যাওয়ায় স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস নিতে কষ্ট হচ্ছে বলে দুপুর আড়াইটার দিকে তাকে আইসিইউতে স্থানান্তর করে চিকিৎসা দেয়া হচ্ছে। উনার জ্বর-কাশিও আছে।”

গত ১৭ মার্চ নমুনা পরীক্ষায় রিজভীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। তার কয়েকদিন আগে থেকেই জ্বর-কাশিতে ভুগছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ মার্চ তাকে স্কয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একই হাসপাতালে বুধবার ভর্তি হয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আখতার হোসেন। তারাও কেবিনে আছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সার্বক্ষণিক খন্দকার মোশাররফ হোসেন, রিজভী আহমেদের খোঁজ-খবর রাখছেন বলে জানিয়েছেন রফিকুল ইসলাম।

তাদের পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত