বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১১ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মুশতাক, মুজাক্কির হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি বিএনপি’র

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:১৯, ৬ মার্চ ২০২১

আপডেট: ১৩:৫৭, ৬ মার্চ ২০২১

৫১১

মুশতাক, মুজাক্কির হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি বিএনপি’র

মুশতাক, মুজাক্কিরের হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি
মুশতাক, মুজাক্কিরের হত্যার বিচার, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি

কারাগারে লেখক মুশতাক আহমেদ ও নেয়াখালীতে সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কিরকে হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। শনিবার (৬ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। শেষ হয় বেলা ১২টার দিকে শেষ হয়।

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের প্রায় দুই শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশেলেখক মুশতাক ও সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান মির্জা আব্বাস। তিনি বলেন, এইভাবে একের পর এক হত্যা জনগণ মেনে নেবেনা।

মির্জা আব্বাস বলেন, যেখানে প্রতিবাদ করতে চাই সেখানেই বাধা। সরকার ভয় পেয়ে বিএনপির কর্মসূচিতে এভাবে বাধা দিচ্ছে। তিনি বলেন, ডিজিটাল আইন কেন করা হয়েছে? কথা বলতে দেবে না এ জন্য? এভাবে চলবে না। 

এ ছাড়া, যতো দ্রুত সম্ভব ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বানও আসে সমাবেশ থেকে।বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সরকার তৈরি করেছে নিজেদের সুবিধার জন্য। সরকারকে আইন বাতিলে বাধ্য হতে বলেও বলেন তিনি।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, গণতান্ত্রিক আন্দোলনে লাঠি ব্যবহার গণতন্ত্রের ওপর হুমকি, যা নেতাকর্মীরা সহ্য করবে না, তারা লাঠি কেড়ে নিতে বাধ্য হবে। 

স্বেচ্ছাসেবক দলের এই সমাবেশকে ঘিরে সকাল থেকেই প্রেসক্লাবের আশপাশের বিভিন্ন পয়েন্টে পুলিশকে সতর্ক অবস্থান নেয়।

তবে এসময় বিক্ষোভকারীদের সঙ্গে তাদের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত