যার যা প্রাপ্য তাকে তা দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
যার যা প্রাপ্য তাকে তা দিতে চায় বিএনপি: মির্জা ফখরুল
![]() |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর |
বিএনপি ইতিহাস বিকৃত করতে চায় না, যার যা প্রাপ্য তাকে সেটি দিতে চায়- এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতার ইশতেহার পাঠ দিবসের অনুষ্ঠানে তিনি বলেন, সরকার মুখে স্লোগান দেয় উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু বাস্তবে মানুষ খেতে পাচ্ছেনা।
মির্জা ফখরুল বলেন, লেখক মুশতাক অহমেদকে একটা লেখার জন্য তুলে নিয়ে আটকে রেখে জামিন দেয়া হয়নি। আর এর প্রতিবাদ করায় ছাত্রদের রিমান্ডে নিয়ে পৈশাচিক নির্যাতন করেছে। বলেন, আজকে ভিন্ন মোড়কে ছদ্মবেশে একদলীয় শাসন চলছে।
সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ হয়ে যে দানব সরকার বসে আছে সেই শাসন থেকে দেশকে মুক্ত করতে হবে।
তিনি আরো বলেন, কারো একক চেষ্টায় দেশ স্বাধীন হয়নি। দেশের মানুষের সবার চেষ্টায় দেশ স্বাধীন হয়েছে। আ স ম রব এবং শাহজাহান সিরাজকে আওয়ামী লীগ স্বীকার করে না। স্বাধীনতা যুদ্ধে যারা অবদান রেখেছে তাদের অবদানকে অস্বীকার করে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করেছে। বলেন, স্বাধীনতার ইশতেহারের কোন কথাই পুরন হয়নি। এই পরিস্থিতি থেকে রক্ষা পেতে সব শক্তিকে এক হতে হবে। অধিকার ফিরে পেতে, দানব সরকার কে সরাতে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বাধীনতার কৃতিত্ব আওয়ামী লীগ একা নিতে চায়। এটা কোন একক দল কিংবা এক ব্যাক্তির আহ্বানে দেশ স্বাধীন হয়নি। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস বলতে গেলে জিয়াকে বাদ দেয়া যাবে না। আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করতে চায়।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লিখতে গেলে আওয়ামী লীগকে কাঠগড়ায় দাড়াতে হবে, এই ইতিহাসে শহীদ জিয়া যেভাবে উদ্ভাসিত আওয়ামী লীগ ততটাই পশ্চাৎপদ।

আরও পড়ুন

জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`