শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পালনের অনুমতি পেলো বিএনপি

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:২৬, ১ মার্চ ২০২১

৪৯৮

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান পালনের অনুমতি পেলো বিএনপি

আবেদনের আট দিন পর ২৪ শর্তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে বিএনপি।
আবেদনের আট দিন পর ২৪ শর্তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে বিএনপি।

আবেদনের আট দিন পর ২৪ শর্তে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর উদ্বোধন অনুষ্ঠান করার অনুমতি পেয়েছে বিএনপি। গুলশানের হোটেল লেকশোরে সোমবার (১ মার্চ) বেলা ৩টায় উদ্বোধন অনুষ্ঠান হবে বলে জানিয়েছেন দলটি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি উদ্বোধনের জন্য গত ২০ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেয় বিএনপি। চিঠির আট দিনের মাথায় রবিবার (২৮ ফেব্রুয়ারি) এই অনুমতি দিল ডিএমপি।

শায়রুল কবির খান জানান, স্বাস্থ্যবিধি মানা, রাস্তায় যান চলাচলে বাধা সৃষ্টি না করা, ব্যানার-ফেস্টুনের আড়ালে লাঠি ব্যবহার না করা, নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করা, অননুমোদিত স্থানে লোকসমাগম না করাসহ ২৪টি শর্ত দিয়েছে ডিএমপি।

তিনি আরও জানান, লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে অনুষ্ঠান উদ্বোধন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৪ ফেব্রুয়ারি সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৯ দিনের প্রাথমিক কর্মসূচি ঘোষণা করেন ড. খন্দকার মোশাররফ হোসেন। এর মধ্যে রয়েছে ৩০ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ‘সুবর্ণজয়ন্তী’ মহাসমাবেশ। এছাড়াও ১৮ দিন নানা ধরনের কর্মসূচিতে বাংলাদেশের জন্মের ৫০ বছর পূর্তি উদযাপন করবে দলটি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত