বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ড. ইউনূসকে নিয়ে খোলা চিঠি: যা বললেন ওবায়দুল কাদের

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৬:৫৪, ১৬ মার্চ ২০২৩

২৫৫

ড. ইউনূসকে নিয়ে খোলা চিঠি: যা বললেন ওবায়দুল কাদের

ফাইল ছবি
ফাইল ছবি

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ৪০ বিশ্বনেতার দেওয়া খোলা চিঠির বিষয়ে বলেছেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবে না তাকে নিয়ে আমাদের ভাবার প্রয়োজন নেই।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দুপুরে রাজধানীর গেন্ডারিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে এতিম খানায় খাবার বিতরণ ও আলোচনা সভায় তিনি একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের কোনো দুর্যোগ নিয়ে তিনি (ড. মুহাম্মদ ইউনূস) ভাবেননি। যিনি নিজের আইন নিজেই ভাঙেন, ৭০ বছর পর জোর করে এমডি পদে থেকে নিজেই আইন ভেঙেছেন।

তিনি বলেন, সারাবিশ্বে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নেই। দেশের সর্বোচ্চ আদালত এ ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে। সেটা নিয়ে বিএনপির মাতামাতি করছে তাদের লজ্জা থাকা উচিত। পৃথিবীর কোনো দেশ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে মাতামাতি করে না।

আরও পড়ুন: রাজধানীতে এলাকাভিত্তিক পানির দাম নির্ধারণের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর

ওবায়দুল কাদের বলেন, কিছু বিশ্বাসঘাতকের ষড়যন্ত্রের কারণে খেসারত দেন বঙ্গবন্ধু। যারা বঙ্গবন্ধুকে স্বীকার করে না তারা এদেশের জন্ম চেতনাকে বিশ্বাস করে না।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ লালন করেই এদেশকে বিশ্বের রোল মডেল করে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা শেখ হাসিনা। শেখ হাসিনা মুক্তি সংগ্রামের রোল মডেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত